সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাপানের দুটি সামরিক হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়ে একজন নিহত এবং আরো সাতজন নিখোঁজ হয়েছে। জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্সের (এসডিএফ) একজন মুখপাত্র শনিবারের (২০ এপ্রিল) এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জার্মানভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচভেলের প্রতিবেদনে একজনকে উদ্ধারের পর তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আপাতভাবে একে দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মিনোরো কিহারা বলেছেন, সাগরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ কোথায় পড়েছে উদ্ধারকারীরা তা শনাক্ত করেছেন।
তবে পরে ফ্লাইট রেকর্ডার উদ্ধারের কথা জানিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের সম্ভাবনাসহ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সম্প্রচার কেন্দ্র এনএইচকে’র খবরে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরের আইজু দ্বীপপুঞ্জে রাতে মহড়াকালে ২৫ মিনিটের ব্যবধানে সম্ভবত এ দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্য কোন দেশের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছে এনএইচকে।
এম