সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজা উপত্যকার খান ইউনিস শহরে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্স প্রাঙ্গণের একটি গণকবর থেকে ৫০ ফিলিস্তিনির দেহাবশেষ খুঁড়ে বের করেছে জরুরি বিভাগের কর্মীরা। ওই এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের দুই সপ্তাহ পর গণকবরে মৃতদেহগুলো শনাক্ত করা হলো।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা আলজাজিরার রবিবারের (২১ এপ্রিল) এক প্রতিবেদন থেকে এই তথ্য প্রকাশ পেয়েছে।
প্রকাশিত প্রতিবেদন থেকে আরও জানা যায়, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন গর্ভবতী নারী, পাঁচ শিশুসহ আটজন নিহত হয়েছে। তবে চিকিৎসকরা গর্ভবতী নারীর বাচ্চাকে বাঁচাতে সক্ষম হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলে সামরিক বাহিনীর অভিযানে ১৪ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ ছাড়া নাবলুসে সংঘাত চলার সময় একজন ইসরায়েলি দখলদার গুলি করে হত্যা করেছে একজন অ্যাম্বুলেন্স চালককে। ওই চালক আহত ফিলিস্তিনিদের হাসপাতালে নিতে কাজ করছিলেন।
এই ধ্বংসযজ্ঞের মধ্যে ইসরায়েলকে ২৬ বিলিয়ন ডলারের সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার প্রস্তাব পাস হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে। পাস হওয়া প্রস্তাবটি এখন সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আর আহত হয়েছে ৭৬ হাজার ৯০১ জন। ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়। এছাড়া হামাস বেশ কিছু ইসরায়েলি নাগরিককে অপহরণ করে গাজায় নিয়ে আসে।
এম