সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আফগানিস্তানে গত কয়েক দিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ৫০ জনের অধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) রাতে দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কথা জানিয়েছে।
বার্তা সংস্থা ডেইলিপোস্ট প্রতিবেদনে জানিয়েছে যে, এক কর্মকর্তা কয়েক দিন আগে ৩৩ জন নিহত এবং ২৭ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
বৃষ্টি ঝড় ও বন্যার কারণে গত সপ্তাহে ২,৫০০ টিরও বেশি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২,০০০-এরও বেশি গবাদি পশু মারা গেছে।
আফগানিস্তানের ৩৪টি প্রদেশের প্রধান অংশে শুক্রবার থেকে বৃষ্টি এবং বিচ্ছিন্ন তুষারপাত হচ্ছে।
আগামী চারদিন আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
আফগানিস্তানে গত শীতের মৌসুমটি ছিল অস্বাভাবিক শুষ্ক। তারপর গত দুই সপ্তাহে দেশটির বেশির ভাগ প্রদেশেই হয়েছে টানা ও তুমুল বৃষ্টি। এতে বিক্ষিপ্তভাবে আফগানিস্তানের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা হয়েছে।
চরম আবহাওয়ার কারণে আফগানিস্তান বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন হচ্ছে বলে গত বছর সতর্ক করেছিল জাতিসংঘ। চার দশকের যুদ্ধের পর এখন চরম আবহাওয়ার মুখোমুখি হওয়ার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে কম প্রস্তুতিসম্পন্ন দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান।
এম