আধুনিক তথ্য প্রযুক্তির সুতিকাগার “গুগলে” দ্যুতি ছড়াচ্ছেন অজপাড়াগা হতে উঠে আসা রাফসান রয়েল। তার ইচ্ছাই ছিল গুগলে কাজ করার। নানা চড়াই-উৎরাই ও সংগ্রামের পর তিনি গুগলে কাজ করার সুযোগ পান। আজ গুগলের মতো খ্যাতিমান প্রতিষ্ঠানে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন।