সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আশুলিয়ায় চলন্ত বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করেছে পুলিশ। ইতিমধ্যে জড়িত কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবে পুলিশ।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংস) এনামুল হক সাগর।
গত ২৯ জুলাই আশুলিয়ার নিরিবিলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভুক্তভোগী বাসের চালক ঘটনার দিন আশুলিয়ায় থানায় ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনাস্থলের একটি ভিডিও হাতে পায় পুলিশ। সেই ভিডিও পর্যালোচনা ও বিশ্লেষণ করে ঘটনার প্রায় ১০ দিন পর বিএনপির কয়েক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ২৯ জুলাই ঘটনাস্থলের ভিডিও দেখে পুলিশ নিশ্চিত হয়েছে এ ঘটনায় জড়িতরা বিএনপির নেতা-কর্মী। ভিডিওতে তাদের স্পষ্টভাবেই চিহ্নিত করা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান ও ধামরাই পৌর ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য অপূর্ব চন্দ্র দাসসহ আরো কয়েকজন। পুলিশ জানিয়েছে ভিডিও দেখে তাদেরসহ আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ।
এনামুল হক সাগর বলেন, আশুলিয়ায় বাস পোড়ানোর ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামিও আছে। সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
জেবি