দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অবশেষে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে মুখ খুললেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা।
সোমবার (২০ মে) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই জাতীয় দলের অধিনায়ক।
বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন সাবেক মাশরাফী। তিনি বলেন, আশা তো অবশ্যই ভালো কিছু করবে।
তিনি আরও বলেন, এখনও বিশ্বকাপের স্কোয়াড দেখেনি আমি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছে যে বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায়, যেভাবে যায়।
আরএ