সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ছয়টি নৌযানকে সোয়া লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এমভি আল নূর-৩ জাহাজকে ২০ হাজার টাকা, এমভি তাওয়ানা-১ জাহাজকে ২০ হাজার টাকা, এমভি ইয়া মেহেতার ইলিয়াস ট্রান্সপোর্ট নামে জাহাজকে ২০ হাজার টাকা, এমভি ফয়সাল-১০ জাহাজকে ১০ হাজার টাকা, এমভি ইয়াসিন নিশাত জাহাজকে ৩০ হাজার টাকা ও এমভি আল রওদা জাহাজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বলেন, নৌ পথে ফিটনেসবিহীন ও অবৈধ নৌযান চলাচল বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
জেবি