সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল তারা নাকি সারোগেসির মাধ্যমে বাবা-মা হচ্ছেন। কিন্তু ভোট কেন্দ্রে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দীপিকাকে দেখে এবার মুখ বন্ধ হলো নেটিজেনদের।
আজ ২০ মে সোমবার ভারতের মুম্বাইয়ের পালি হিলে লোকসভা নির্বাচনে পঞ্চম পর্বের ভোট চলছে। সেখানেই ভোট দিতে গিয়েছিলেন এই দম্পতি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের নাগরিক দায়িত্ব পালনে সচেতন দীপিকা পাড়ুকোন। এসময় সাদা ওভার সাইজ শার্ট আর ডেনিমে স্পষ্ট দেখা গেছে নায়িকার বেবি বাম্প।
এই বলিউড তারকা চার মাসের অন্তঃসত্ত্বা। গত ২৯ ফেব্রুয়ারি সুখবরটি দিয়েছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তবে এই প্রথম দীপিকার ‘বেবি বাম্প’ দেখা গেল। দীপিকার সাদা শার্টটি বেশ ঢোলা থাকলেও বেশ ভালোভাবেই অবয়ব বোঝা যাচ্ছিল। ডেনিমের সঙ্গে সাদা টি–শার্ট, চুল ঝুটি করা আর পায়ে ছিল ফ্ল্যাট স্যান্ডেল। চোখে বড় রোদচশমা আর মুখে হাসি।
এদিন স্ত্রীর সঙ্গে টুইনিং রণবীরের। তারও দেখা মিলল সাদা শার্ট আর ডেনিমে। চোখে ছিল কালো রোদ চশমা।
ইনস্টাগ্রামে দেওয়া একটি ভিডিওতে দেখা গেল, কিছুটা ধীর পায়েই হাঁটছিলেন দীপিকা। তাকে আগলে রাখছিলেন রণবীর। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে বাবা-মা হবেন এই তারকা জুটি।
এস