সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুর সদর উপজেলার একটি গ্রামে ধর্ষণের ঘটনায় ১৬ বছর বয়সের এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। ধর্ষক ঘটনাটি ধামাচাপা দিতে কিশারীর পরিবারকে চাপ দেওয়ারও অভিযোগ উঠে। বিয়ের আগে দরিদ্র পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
জানা গেছে, ফরিদপুরের সদর উপজেলার একটি গ্রামে দরিদ্র পরিবারের ১৬ বছরের মেয়ে তার নানীর বাড়িতে থাকে। দারিদ্রতার কারণে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন এই কিশোরী। পরে ওই বাসার ছেলে পথিক ব্যানার্জীর নজর পড়ে তার ওপর। কৌশলে পথিক ব্যানার্জী তাকে ডেকে বাথরুমে নিয়ে ধর্ষণ করে। এরপর থেকে তাকে একাধিকবার ধর্ষণ করে পথিক। বিষয়টি কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকি দেন তিনি। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।
এদিকে, ধর্ষক পথিক ব্যানার্জী অঢেল টাকার মালিক হওয়ায় এলাকার প্রভাবশালীদের সহায়তায় বিষয়টি কিশোরীর মামা রাবিককে ফাঁসানাের চেষ্টা করে। এ ছাড়াও মেয়েটির পেটের বাচ্চা নষ্ট করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানায়, কিশোরীর পেট দেখে বুঝতে পারা যায় না সে অন্তঃসত্ত্বা। পরে তার কাছে জানতে পারি পথিক তাকে নিয়মিত ধর্ষণ করেছে। ঘটনাটি এখন ধামাচাপা দিতে পথিক তার আপন মামাকে ফাঁসানাের চেষ্টা করছে। আমরা প্রকৃত ঘটনাটি খুঁজে বের করে দােষী ব্যাক্তির শাস্তি দাবি করছি।
পথিকের মা কৃষ্ণা চৌধুরী জানান, তার মামা ছােট বেলা থেকেই আমাদের বাড়িতে কাজ করে মানুষ হয়েছে। রাকিব কিশোরীকে আমাদের বাড়িতে আনলে আমি তা মানা করি। এখন লােকমুখে শুনছি কিশোরী নাকি গর্ভবতী। আমার ছেলে এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
এ ব্যাপারে পথিক ব্যানার্জী বলেন, আমি স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রয়াত নেতা চান খন্দকারের হয়ে কাজ করেছি। আমি বিএনপির সমর্থক। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে আমাকে ফাঁসানো হচ্ছে। আমি এ ঘটনার সাথে জড়িত নই।
এ বিষয়ে ফরিদপুর কােতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে. আসাদুজ্জামান জানান, ঘটনাটি যেই ঘটাক পুলিশ মূল ধর্ষককে আটক করে আইনের আওতায় আনবে।
আরএ