সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলে বাসনা মল্লিক (৫০) নামে এক সংরক্ষিত ইউনিয়ন পরিষদের সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে পয়জোন (বিষ) ঢেলে হত্যার ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৯ ডিসেম্বর) রাতে নিহতের ছেলে রিংকু মল্লিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সে পোড়াডঙ্গা গ্রামের নেপাল মল্লিক ও নিহত বাসনা মল্লিকের ছেলে।
মামলার অন্য আসামিরা হলেন- দৌলতপুর গ্রামের আয়ুব আলীর ছেলে রাজিবুল মোল্যা (৩০), সাত্তার মোল্যার ছেলে চঞ্চল মোল্যা (৩৫) ও শহিদ মোল্যার ছেলে শফিকুল মোল্যা (৩৩)। মামলায় ১/২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ মামলায় ফারুক মোল্যা (৫০)-কে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। শনিবার ভোরে মাগুরা জেলার হরিশপুর এলাকার তার বিয়াই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের ওসমান মোল্যার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ফারুক মোল্লা নামে একজনকে মাগুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মামলায় অভিযোগ করা হয়, নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য (মেম্বার) বাসনা মল্লিক (৫০) এবং ওই ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের নেপাল মল্লিকের স্ত্রী ছিলেন। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য বাসনা মল্লিক মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে টিসিবির মালামাল বিতরণ শেষে বিকেলে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুল ফোনে ডেকে পাওনা টাকা নিয়ে যেতে বলে। মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোক্তার মোল্যার বাড়িতে গেলে ফারুকসহ কয়েকজন মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
ভুক্তভোগী বাসনা মল্লিক বিষয়টি জানিয়ে দেবে বললে হুমকি ধামকি দিলে তার মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করে। বাড়িতে ফিরে এ ঘটনায় ভয়ে তিনি কাউকে কিছু বলেননি। রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে পরদিন বুধবার তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি ছেলে রিংকু মল্লিকের কাছে তার উপরে নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। শুক্রবার যশোর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে লাশ হস্থান্তর করা হয়। রাতেই লাশের সৎকার করা হয়।
আরএ