সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘটেছে ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেলে এশিয়া কাপের জন্য ঘোষিত দলে অনুশীলন ছিল ফ্লাড লাইটের আলোয়। যখনই ফ্লাডলাইট জ্বালানো হয় তখনই ঘতে এই দুর্ঘটনা ঘটে। এতে অবশ্য খুব বেশি ক্ষতি হয়নি।
এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন জানান, শর্ট সার্কিটের কারণে ফ্লাডলাইটে আগুন লাগে। বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তাতক্ষনাত আগুন নেভানো হয়। তবে বাকি লাইটগুলো ঠিকঠাক থাকায় অনুশীলনে সমস্যা হয়নি। বৃষ্টির কারণে এখনই ফ্লাডলাইট ঠিক করা সম্ভব হচ্ছে না।
আসন্ন এশিয়া কাপের জন্য মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছেন ক্রিকেটাররা। বৃষ্টির কারণে থেমে থেমে হচ্ছে অনুশীলন। ক্রিকেটাররা ম্যাচ প্রাকটিস অর্থাৎ ম্যাচের আবহ তৈরি করে অনুশীলন করছেন।
এশিয়া কাপকে সামনে রেখে ক্লোজডোরে অনুশীলন চলছে ক্রিকেটারদের। এই সময়ে সংবাদ সংগ্রহের কাজেও কাউকে মাঠে ঢুকতে অনুমতি দেয়নি বিসিবি। বাংলাদেশ আগামী ৩০ আগস্ট শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এশিয়া কাপ শুরু করবে। এরপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে যাবে পাকিস্তানে।
এমআর/