সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসানকে রাখেননি বাংলাদেশ ক্রিকেট। তবে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা ছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তবে টেস্ট সিরিজেও খেলবেন না সাকিব। বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস জানান, ‘শ্রীলঙ্কা সিরিজ থেকে ব্রেক নিয়েছেন সাকিব।'
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর আঙুলের ইনজুরির জন্য আর দলের হয়ে খেলেননি। সেই সঙ্গে যুক্ত হয়েছে চোখের সমস্যা। সাকিবকে নিয়ে এক প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘সাকিবের ফর্মে ফিরে আসাটা, সে ফর্মেই ছিল তবে তার চোখে একটা সমস্যা ছিল। তার জন্য একটা সমস্যা হচ্ছিল। কিন্তু সেটা সাময়িক।’
এদিকে পেস বোলিং কোচসহ বেশ কিছু নাম চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। যদিও এই মুহূর্তে নাম বলেননি জালাল ইউনুস। ২/১ দিনের মধ্যেই বোলিং কোচের নাম জানা যাবে বলে জানিয়েছেন তিনি, ‘নাম তো অফিসিয়াল ডিজক্লোজ করতে পারবো না। ঠিক হয়ে গেছে। কিন্তু যেহেতু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে ওদের সঙ্গে এখন আলোচনা চলছে। এই কারণে এখনই জানানো সম্ভব না। দুই একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’
আর আই