সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সামনের টি-টোয়েন্টির বিশ্বকাপের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে ‘অটোমেটিক চয়েস’ হিসেবে দেখেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তবে সোমবার ১২ ফেব্রুয়ারি বোর্ড সভা শেষে ঘোষিত টি-টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তিতে নেই এই অলরাউন্ডারের নাম।
২১ জনের কেন্দ্রীয় চুক্তির তালিকায় মাহমুদউল্লাহকে রাখা হয়েছে শুধু ওয়ানডে সংস্করণের জন্য। টেস্ট থেকে অবসর নেওয়ায় স্বাভাবিকভাবে সেই ফরম্যাটে নেই তিনি। তবে আশা করা হয়েছিল, আগামী ১ জুন থেকে মার্কিন মুলুকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এ সংস্করণের চুক্তিতে থাকবেন তিনি।
বিসিবির বোর্ড সভায় বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে বিসিবি। তার একটি—সাকিব আল হাসানের পরিবর্তে বাংলাদেশের তিন সংস্করণের নতুন টাইগার অধিনায়ক হিসেবে পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। সাকিব ও শান্ত দুজনই আছেন কেন্দ্রীয় চুক্তির তিন সংস্করণে।
আরআই