সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশের ব্যাটিং ও বোলিং কোচের জন্য মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আবেদনকারীদের অনলাইনে সাক্ষাৎকার নিয়েছে বিসিবি। বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হওয়ার জন্য প্রথমে আবেদনপত্র জমা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শন টেইট। তবে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন টেইট।
আবেদনপত্র জমা দিয়ে কেন আবারো তা প্রত্যাহার করলেন টেইট? এই বিষয়ে বিসিবির কোচ নিয়োগ কমিটির সদস্য নাঈমুর রহমান দুর্জয় জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে টেইটের চুক্তি হয়েছে।
বাংলাদেশের বোলিং কোচের জন্য মাহবুবুল আলম জাকি, নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামস ও ওয়েস্ট ইন্ডিজের কোরি কলিমোরের সাক্ষাৎকার নেয়া হয়েছে। ব্যাটিং কোচের জন্য শ্রীলঙ্কার থিলান সামারাবিরা, নিউজিল্যান্ডের রস টেলর, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্টুয়ার্ট ল ও এইচপির ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প সাক্ষাৎকার নেয়া হয়েছে।
আরআই