সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
৯টি ম্যাচের সময়-সূচি পরিবর্তন করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। বুধবার চূড়ান্ত সূচী নিশ্চিত করার পর টিকিট বিক্রির সূচিও জানিয়ে দিয়েছে আইসিসি। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট। অর্থাৎ প্রথম ম্যাচ শুরুর ৪০ দিন আগে থেকে শুরু হবে টিকিট বিক্রির কর্মযজ্ঞ।
যদিও একসঙ্গে সব টিকিট ছাড়বে না আইসিসি। টিকিট বিক্রি বিক্রি হবে কয়েকটি ধাপে। আইসিসি এক বিবৃতিতে বিস্তারিতও জানিয়েছে বিক্রয় প্রক্রিয়া। বিশেষ করে ভারতের প্রস্তুতি ও বিশ্বকাপ ম্যাচগুলোর টিকিট বিক্রি হবে ধাপে ধাপে।
ভারতের ম্যাচগুলোর জন্য আলাদা আলাদা তারিখ উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তবে বাকি দলগুলোর প্রস্তুতি ও বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্টেই। যেমন-
* ২৫ আগস্ট: ভারত ছাড়া বিশ্বকাপের অন্যদলগুলোর প্রস্তুতি ও বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি শুরু।
* ৩০ আগস্ট: গুয়াহাটি ও থিরুভানাথাপুরামে ভারতের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের টিকিট বিক্রি শুরু।
* ৩১ আগস্ট: চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার (৮ অক্টোবর ম্যাচ) বিপক্ষে, দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে (১১ অক্টোবর) এবং পুনেতে বাংলাদেশের বিপক্ষে (১৯ অক্টোবর) ভারতের বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রি শুরু।
* ১ সেপ্টম্বর: ধর্মশালায় নিউ জিল্যান্ডের বিপক্ষে (২২ অক্টোবর), লখনউয়ে ইংল্যান্ডের বিপক্ষে (২৯ অক্টোবর) এবং মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে (২ নভেম্বর) ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু।
* ২ সেপ্টেম্বর: কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (৫ নভেম্বর), বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে (১২ নভেম্বর) ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু।
* ৩ সেপ্টেম্বর: আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে (১৪ অক্টোবর) ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু।
* ১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু।
২৫ আগস্ট থেকে টিকিট বিক্রি শুরু হলেও ১৫ আগস্ট আইসিসির নির্ধারিত ওয়েবসাইটে (https://www.cricketworldcup.com/register) গিয়ে টিকিটের আগ্রহের কথা জানাতে নিবন্ধন করতে হবে। তাহলে সবার আগে তাদের টিকিটের নিউজ প্রাপ্তি এবং বিশ্বকাপে নিজেদের অবস্থান নিশ্চিত করতে সেটি সহায়তা করবে আইসিসি।
এমআর/