সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাসেক্সের কাউন্ট্রি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ প্রথম ম্যাচে মাঠের লড়াইয়ে নামার আগে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।
টসে জিতে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি বলেছেন, ‘আশা করি এই সপ্তাহটা নিজেদের করে নিতে পারব এবং একটি ভাল সপ্তাহ কাটুক।’
টস হারলেও টাইগার অধিনায়ক তামিম ইকবাল বলছেন, "প্রথম দশ ওভার পরে যখন উইকেটে সুইং করবে না তখন আমি মনে করি এটি একটি খুব ভাল উইকেট হবে।’
বাংলাদেশ একাদশ নামছে তিন পেসার শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেনকে নিয়ে।
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড: পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম ও জশ লিটল।