সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলার উদ্দেশে আজ রাতে দেশ ছাড়বে টাইগাররা।
বিসিবি জানিয়েছে, বুধবার রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শেষবারের মতো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বুধবার সকালে অনুশীলন শুরু করে শান্তর দল।
বিশ্বকাপ স্কোয়াডে থাকা প্রায় সব ক্রিকেটারই যোগ দেন এই অনুশীলনে। শুধুমাত্র সাকিব আল হাসান ছিলেন না অনুশীলনে। ইনজুরি আক্রান্ত তাসকিনও ছিলেন অনুশীলনে। তবে হালকা গা গরম করে উঠে যান অনুশীলন থেকে। এছাড়া ট্রাভেলিং রিজার্ভের থাকা দুই ক্রিকেটার আফিফ হোসেন ও হাসান মাহমুদও ছিলেন এই অনুশীলনে। বিশ্বকাপে যাওয়ার আগে দেশের মাটিতে এটাই টাইগারদের শেষ অনুশীলন। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ রাত ১ টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
এর আগে, গতকাল মঙ্গলবার টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে জায়গা হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের। এছাড়া প্রতীক্ষিত প্রায় সবাই আছেন সেই দলে।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া এবারের টি২০ বিশ্বকাপ শুরু হবে ১ জুন। তার আগে যুক্তরাষ্ট্র সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ।
এফএইচ