সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে শুক্রবার সকাল ৭টায় হ্যাংঝুতে মুখোমুখি হবে বাংলাদেশ। সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলা বাংলাদেশ মালয়েশিয়ার কাছে হারতে বসেছিল।
মালয়েশিয়ার বিপক্ষে আগে ব্যাট করা বাংলাদেশ দল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১১৬ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল মালয়েশিয়ার ব্যাটাররা। শেষ ওভারের থ্রিলে আফিফ হোসেন বাঁচিয়ে দেন দলকে।
শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত এর আগে নেপালকে ২৩ রানে হারালেও বেশ কষ্ট করেই জিততে হয়। আগে ব্যাট করে ভারত ৪ উইকেটে তোলে ২০২ রান। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭৯ রান তুলে ফেলে নেপাল।
শুক্রবার প্রথম সেমি-ফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে আফগানিস্তানের। হংকংকে হারিয়ে সেমিতে আসে পাকিস্তান। অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে জায়গা করে নেয় আফগানরা।
এমআর/