সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন স্বচ্ছ হয়নি দাবি করে বিষয়টির সমালোচনা করেছেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
প্রতিটি নির্বাচনে তার দলের বিরুদ্ধে কারচুপি হয় বলে অভিযোগ করে থাকেন তিনি। এবারও নির্বাচনে কারচুপির কথা স্বীকার করলেও ৮ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের ইতিহাসে যে সবচেয়ে বড় কারচুপির অভিযোগকে অস্বীকার করেছেন তিনি।
এআরওয়াই নিউজ জানিয়েছে, কোয়েটায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিলাওয়াল। রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে নির্বাচনে কারচুপির ঘটনা পুনরাবৃত্তি রোধে ওপর তিনি জোর দেন।
বিলাওয়াল বলেন, নির্বাচন মাঠে ভোটের খেলা সুষ্ঠুভাবে হওয়া উচিত এবং এর ফলাফলও মেননে নেওয়া উচিত।
পাকিস্তানে নির্বাচনি সংস্কারের পক্ষে পিপিপির সক্রিয় ভূমিকা তুলে ধরেন তিনি। প্রতিদ্বন্দ্বী দল বা স্বতন্ত্র রাজনীতিবিদদের বাধার কারণে মাঝে মধ্যে আক্ষেপ ও সমালোচনাও করেন।
ভোট জালিয়াতির নির্বাচনি কারচুপির অভিযোগ ও মামলাগুলো নির্বাচনি ট্রাইব্যুনালে বিচারের কথা জানিয়ে সুষ্ঠু নির্বাচনি অনুশীলনের গুরুত্বের ওপর জোর দেন।