সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিম প্রদেশের একটি জাতীয় উদ্যানে হাতির পায়ে পিষ্ট হয়ে স্পেনের একজন পর্যটক নিহত হয়েছে। স্থানীয় পুলিশ মঙ্গলবার (৯ জুলাই) জানিয়েছে, ওই পর্যটক রবিবার (৭ জুলাই) ছবি তোলার জন্য গাড়ি থেকে বাইরে যাওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জোহানেসবার্গ থেকে প্রায় ২১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পিলানেসবার্গ জাতীয় উদ্যানে রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। ৪৩ বছর বয়সী এই ব্যক্তি নাম প্রকাশ করে হয়নি।
উত্তর পশ্চিম প্রদেশের পুলিশের মুখপাত্র সাবাতা মোকগওয়াবোন বলেছেন, নিহত ব্যক্তি তার বাগদত্তা এবং দুই মহিলার সাথে তাদের নিজস্ব গাড়িতে ভ্রমণ করছিলেন। তিনি পিলানেসবার্গের তিনটি হাতি এবং তিনটি শাবকের কিছু ছবি তুলতে তার গাড়ি থেকে নেমেছিলেন।
"আমরা নিশ্চিত করতে পারি যে রবিবার সকাল ১১টার টার দিকে পিলানেসবার্গ রিজার্ভে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি হাতি আঘাতে নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হতভাগ্য লোকটি গাড়ি থেকে নেমে ছবি তোলার জন্য কাছে গেলে হাতিরা তাকে আক্রমণ করে মেরে ফেলে,” মোকগওয়াবোন বলেন।
মোকগওয়াবোন জানিয়েছেন, নিহত ব্যক্তি স্পেনের উত্তর-পূর্ব আরাগন অঞ্চলের জারাগোজা শহরের বাসিন্দা ছিলেন। নিহত ব্যক্তির সঙ্গীরা নিরাপদ আছেন।
জাতীয় উদ্যানের নিয়ম অনুসারে, উদ্যানের মধ্যে ভ্রমনকারীদেরকে পার্কে তাদের যানবাহন থেকে বের হতে দেওয়া হয় না। তাদের গাড়িতে থাকাকালীন সময়ে ছবি তোলার পরামর্শ দেওয়া হয়।
এই অঞ্চলে হাতির আক্রমণ অস্বাভাবিক কোন ঘটনা নয়। ২০২১ সালে ক্রুগার জাতীয় উদ্যানে হাতির আক্রমনে একজন বন্যপ্রানি পাচারকারী নিহত হয়েছিল।
স্থানীয় কর্তৃপক্ষের মতে, প্রতিবেশী জিম্বাবুয়েতে গত বছর বন্য প্রাণী, যাদের বেশিরভাগ হাতির আক্রমনে ৫০ জন ব্যক্তি নিহত এবং ৮৫ জন আহত হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।
এমএ