দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঈদের সময় যখন যাত্রীরা দুর্ভোগ নিয়ে বাড়ি ফিরছিল ঠিক তখনি ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় ফ্রি বাস সার্ভিস চালু করেছে জেলা পুলিশ।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে ভোলার পুলিশ সুপার মাহিদুজ্জামান (বিপিএম) এ সার্ভিসের উদ্বোধন করেন।
এদিকে খুব সহজেই হাতের নাগালে এমন সার্ভিস পেয়ে সন্তুষ্ট যাত্রীরা।
জানা গেছে, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ীর টানে ঘরে ফিরছেন লাখো মানুষ। গ্রামের বাড়ি ফিরতে গিয়ে লঞ্চ ও বাসে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এমন বাস্তবতায় যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে এবার ফ্রি বাস সার্ভিস চালু করেছে জেলা পুলিশ। বাসটি ইলিশা লঞ্চঘাট থেকে লঞ্চ যাত্রীদের ভোলা বীরশ্রেষ্ট মোস্তফা কামাল টার্মিনাল পর্যন্ত আনা নেওয়া করবে।
যা সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এদিকে প্রথমদিন বাস সার্ভিসটি ব্যাপক সাড়া ফেলেছে যাত্রীদের মাঝে। নিরাপদ যাত্রা নিয়ে সন্তুষ্ট তারা। অনেকেই ধন্যবাদ জানান পুলিশ সুপারকে।
কয়েকজন যাত্রী জানালেন, ঈদের সময় যাতায়াত অনেকটা ভোগান্তির। এ সার্ভিসটি আমাদের যাত্রাপথ অনেকটা সহজ করে তুলেছে।
পুলিশ মো. মাহিদুজ্জামান বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে এমন উদ্যেগ নেওয়া হয়েছে। এতে করে যাত্রীদের দুর্ভোগ কমবে। জনগনকে সেবা দেওয়ার লক্ষ্যেই মূলত এ উদ্যোগ।
এদিকে পুলিশের এমম মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। ঈদের দিন পর্যন্ত চালু থাকবে সার্ভিসটি।