সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরগুনার আমতলী উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ আবদুল্লাহ (১৫) নামের এক হাফেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব কুকুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিন হাওলাদারের ছেলে ও এলাকার এরশাদ উল উলুম মাদরাসার ছাত্র।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বিকেল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। পরে মুষলধারে বৃষ্টি হলে বাড়ির পাশে জমে যাওয়া বিলের পানিতে মাছ ধরতে যায় আব্দুল্লাহ। এ সময় হঠাৎ বজ্রপাত পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কুকুয়া এরশাদ উল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ বলেন, আব্দুল্লাহ এ বছর জানুয়ারি মাসে মাদরাসায় থেকে কোরআনের হাফেজ হয়। রাতে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
আরএ