দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঠাকুরগাঁওয়ে অবৈধ মজুদ বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা খাদ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহমুদুল হাছান জানান, ধান-চালের দাম বৃদ্ধি রোধকল্পে সদরের মেসার্স কাসেম হাস্কিং মিল ইউনিট-২ এ অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখানে সরকার অনুমোদিত মজুদের চেয়ে প্রায় ১২০ মেট্রিক টন অতিরিক্ত ধান মজুত পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে সেখানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আনোয়ার হোসাইন ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করলে ওই হাস্কিং মিল কর্তৃপক্ষ দোষ স্বীকার করে।
এসময় ভ্রাম্যমান আদালত হাস্কিং মিল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করে এবং ঘটনাস্থলেই জরিমানা আদায় করা হয়। এসময় অতিরিক্ত মজুদকৃত ধান আগামী ১৩ দিনের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করার নির্দেশনা দেয় ভ্রাম্যমান আদালত।
মাহমুদুল হাছান আরও জানান বলেন, ঠাকুরগাঁও সদরের লাইসেন্স বিহীন ধানের পাইকারি ব্যবসায়ী আনোয়ার হোসেনের গুদামে অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় তার গুদামে ৪০ মেট্রিক টন ধানের অবৈধ মজুদ পাওয়া যায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনার সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসন, জেলা খাদ্য বিভাগের উর্ধ্বতন কর্মকতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এও