সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কক্সবাজারের উখিয়া থেকে আরসার অস্ত্র কমান্ডারসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে পালংখালী ইউনিয়নের তেলখোলা-বরইতলী পাহাড়ের গহীন অরণ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪৩ কেজি বোমা তৈরির বিস্ফোরক দ্রব্য, একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, চারটি পিস্তলের বুলেট, তিনটি ওয়ান শুটারগানের বুলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন আরসার অন্যতম কমান্ডার শামছুল আলম ওরফে মাস্টার শামসু (২৯), শফিক (২৮), সিরাজ (৩০), রহিমুল্লাহ প্রকাশ মুছা (২৭)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় উখিয়ার পালংখালীর ৬ নম্বর ওয়ার্ডের তেলখোলা-বরইতলী পাহাড়ের রাস্তার মুখোমুখি এলাকায় অভিযান চালিয়ে মো. শফিক, মো. সিরাজকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬ কেজি ৫৩০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে তেলখোলা-বরইতলী গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আরসার জিম্মাদার রহিমুল্লাহ মুছা ও আরসার অন্যতম কমান্ডার শামছুল আলম ওরফে মাস্টার শামসুকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেবি