সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিজে নিয়মিত গাঁজা সেবন করতেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঘড়িয়াডাঙ্গা গ্রামের ইয়াদ আলী গাজীর ছেলে নাঈম হোসেন (২৯)। এ কারণে বাড়ির আঙিনায় গাঁজা গাছের চাষ করেছিলেন তিনি। দিনে-দিনে পরিচর্চা করে বড় করছিলেন গাঁজা গাছ দুটি। তবে সেটি বেশিদিন করতে পারলেন না।
অভিযান চালিয়ে ৮ ফুট ৬ ইঞ্চি ও ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার দুটি গাঁজা গাছসহ নাঈম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জেবি