সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে ছড়িয়ে পড়ে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের এক ফোনালাপ। দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অংশ ছিল সেটি। তামিম-মিরাজের এমন বিজ্ঞাপনী প্রচারণা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এবার সেই বিজ্ঞাপন ইস্যুতে মুখ খুলেছেন পাপন।
মঙ্গলবার (২৬ মার্চ) মিরপুরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, আমি আরেকবার বলি, আমি বলেছি যে এটা আমি এখনও দেখি নাই। তবে আমি শুনেছি, একজন বলেছে যে এমন একটা অ্যাড হয়েছে। আমি বলেছি আমার আগে জানতে হবে, বোর্ডের সঙ্গে বসতে হবে। যদি নিয়ম ভঙ্গ করে থাকে, তাহলে বোর্ড সিদ্ধান্ত নেবে। দিস ইজ নম্বর ওয়ান।
পাপন আরও বলেন, নম্বর টু- এমন কোনো অ্যাড বা নাটক কিংবা কোনো কিছুই করা উচিত না যেগুলো কোনো ক্রিকেটার বা ক্রিকেটকে হাস্যকর করতে পারে কিংবা ছোট করতে পারে। এটাই আমার কথা। যদি কোনো জায়গায় কোনো ব্যত্যয় হয়ে থাকে তাহলে বোর্ড দেখবে।
বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৪ (ক, খ) অনুযায়ী চুক্তিভুক্ত খেলোয়াড়, বোর্ড সদস্য, বেতনভুক্ত কেউ এমন কোনো আচরণ করতে পারবেন না, যা দেশ ও ক্রিকেটের সম্মান ক্ষুণ্ন করে।
জেডএ