দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আপস নয়, একতরফা নির্বাচনের লক্ষ্য বাস্তবায়ন হওয়ায় সরকার বিএনপি নেতাদের মুক্তিতে সরকার বাধা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। দূতাবাসের চেয়ে জনগণের শক্তির ওপর ভর করে আগামী দিনে আন্দোলনের ছক তৈরি করছে দলটি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের কৌশলে কাজ না হওয়ায় এবার অভিন্ন কর্মসূচীতে বিরোধী দলগুলো নিয়ে একই মঞ্চে আসার কথাও চিন্তা করছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি। জনগণের আন্দোলনে এবার বেশিদিন সরকার ক্ষমতায় থাকতে পারবেনা বলে মনে করেন দলটির নেতারা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির প্রায় ১০৯ দিন কারাবাসের পর বুধবার জামিনে মুক্তি পেয়েছেন। তার মুক্তি আন্দোলনকে আরও গতিময় করবে বলছেন নেতার। মির্জা ফখরুলের মুক্তির দিন মুক্তি পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধরী। এর বাইরে এ্যানিসহ বিএনপির অনেক নেতাকর্মী এক সপ্তাহে মুক্তি পেয়েছে।
টানা চতুর্থ-বারের মতো সরকার গঠনের প্রায় একমাস পর বিএনপি নেতাদের মুক্তি নিয়ে তৈরি হয়েছে জল্পনা কল্পনা। তবে বিএনপি নেতারা বলছেন, একতরফা নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়ন হওয়ায় নেতাদের মুক্তিতে বাধা দিচ্ছে না সরকার।
এ প্রসঙ্গে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলুফার চৌধুরী মনি দেশ টিভিকে বলেন, কৌশলে বিএনপিকে দূরে সরিয়ে নির্বাচনের লক্ষ্য বাস্তবায়ন করেছে সরকার। ২৮ অক্টোবরের পর সারাদেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে। রাতে বিশেষ কোর্ট বসিয়ে নেতারা যেন নির্বাচনে যেতে না পারে সেজন্য সাজা দিয়েছে। এখন তারাও বের হচ্ছে। সরকার এখন ভাবছে তাদের বন্দি করে রেখে কোনো লাভ নেই সেজন্যই বাধা দিচ্ছে না।
যুগপৎ আন্দোলনে সফলতা পায়নি বিএনপি। তবে এবার সরকার বিরোধী সব দলকে একই মঞ্চে দেখতে চায় বিএনপি। এক্ষেত্রে জামায়াতে ইসলামীর মতো দলগুলোকে সঙ্গে নিয়ে একদফা আন্দোলনের কথা চিন্তা করা দরকার বলে মনে করেন বিএনপির এই নেত্রী।
তিনি বলেন, সরকার পতনের আন্দোলনে এখন জামায়াতে ইসলামীর বিষয়ে নেতিবাচক ভাবা উচিত হবে না। এখন তাদের অধিকাংশ নেতৃত্বই স্বাধীনতার পরের প্রজন্ম। আওয়ামী লীগও তাদের সঙ্গে নিয়ে আন্দোলনে গিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি জামায়াতেরই পরিকল্পনা থেকে আসা।
সরকারের সঙ্গে পশ্চিমা সরকারগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করলেও এই সরকারকে স্বীকৃতি দেয়নি বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।
তিনি বলেন, সরকারের সঙ্গে সরকারের যোগাযোগ থাকবেই এর মানে এই নয় তারা এই সরকারকে স্বীকৃতি দিয়েছ। তারা বারবার বলেছে ৭ জানুয়ারির নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হয়নি।
আগামীতে বিএনপি আন্দোলনের দিকে ফোকাস দিতে চায় বলে জানান বিএনপির এ নেতা।
তিনি বলেন, বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না। মাঠের আন্দোলনে বিশ্বাস করে। নির্বাচন-মুখী দল হিসেবে আগামীতে আন্দোলনের মাধ্যমেই সফল হবে বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগির ও আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন প্রসঙ্গে তিনি বলেন, মহাসচিব বের হওয়ায় চলমান আন্দোলন আরও বেশি বেগবান হবে। জনগণের চাপে এ সরকার বেশিদিন টিকতে পারবে না।
কে