সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে যোগ দেননি দুই ক্রিকটার এমপি সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) তারা প্রথম অধিবেশনের প্রথম দিনে অংশ না নিয়ে সিলেটে বিপিএল খেলেছেন।
মাশরাফী দ্বিতীয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেও সাকিবের এমপি হিসেবে এটাই ছিল প্রথম। মাশরাফী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বিতীয়বার নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদের পাঁচজন হুইপের একজন হিসেবে নিয়োগ পেয়েছেন।
আর সাকিব আল হাসান আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা-১ থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় অংশ নেয় সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নুরুল হাসানের নেতৃত্বে ম্যাচটি তারা ৮ রানে জিতেছে। দিনের দ্বিতীয় ম্যাচে মা ফরচুন বরিশালের বিপক্ষে মাশরাফী খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে।
এও