সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারী বৃষ্টিপাতে উত্তর ও উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে বন্যা ও ভূমিধস ভয়াবহ আকার ধারণ করেছে। ব্রহ্মপুত্রসহ আরো কয়েকটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় ভয়াবহ বন্যায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যার কারণে রাজ্যটির ১৯ জেলার প্রায় সাড়ে ছয় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সরকারী বুলেটিনে বলা হয়েছে, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে প্রবল বৃষ্টিতে গত ২৪ ঘন্টায় নয়জন মারা গেছেন।
আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) এর বন্যা প্রতিবেদন অনুসারে, ২ জুলাই তিনসুকিয়া জেলায় দুইজনের মৃত্যু হয়েছে। অপরজনের মৃত্যু হয়েছে ধেমাজি জেলায়। এ নিয়ে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বন্যার কবলে পড়লো আসাম।
কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ২৩৩টি আশ্রয়কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি প্লাবিত হয়েছে। এ বনের চারটি হরিণ ডুবে মারা গেছে বলে কর্মকর্তারা জানান।
ভারতের উজান থেকে নেমে আসা ঢলে এবং টানা বৃষ্টির ফলে বাংলাদেশের উত্তরপূর্বাঞ্চলেও বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। ভারতের উত্তরপূর্বাঞ্চল ও বাংলাদেশে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আসামের প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশের রজধানী ইটানগরে অবিরাম বর্ষণের কারণে স্কুল বন্ধ রাখা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। আগামী তিন দিন ওই অঞ্চলে আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। সপ্তাহের বাকি দিনগুলোতে দেশটির পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে তারা।
এমএ