সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দক্ষিণাঞ্চলীয় ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে হারিকেন বেরিলের আঘাতে এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেরিলের তাণ্ডবে গ্রেনাডাইনস দ্বীপের প্রায় ৯০ শতাংশ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
https://www.aljazeera.com/news/2024/7/3/hurricane-beryl-kills-six-causes-immense-destruction-in-caribbean
উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে মঙ্গলবারে আঘাত হানার প্রাক্কালে ক্যাটাগরি-পাঁচ মাত্রার ঘূর্নিঝড়ে রূপ নেয় বেরিল। মঙ্গলবার রাতে ঝড়টি জ্যামাইকানের রাজধানী কিংস্টন থেকে প্রায় ৪৮০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। সেইসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৫০ কিলোমিটার।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) ইতোপূর্বে এই হারিকেনের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেছিল। এনএইচসি-এর পরিচালক মাইকেল ব্রেনান বলেছেন, জ্যামাইকা নিয়ে আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আশঙ্কা করছি একটি বড় হারিকেন দ্বীপটির কাছাকাছি বা তার উপর দিয়ে যাবে।
জ্যামাইকানের প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, সকল জ্যামাইকানকে খাবার, ব্যাটারি, মোমবাতি ও পানি মজুত করার জন্য অনুরোধ করছি। আপনার গুরুত্বপূর্ণ নথিগুলো সুরক্ষিত রাখুন এবং আপনার সম্পত্তিকে বিপন্ন করতে পারে এমন কোনো গাছ বা বস্তু সরিয়ে ফেলুন।
I urge all Jamaicans to stock up on food, batteries, candles, and water. Secure your critical documents and remove any trees or items that could endanger your property. pic.twitter.com/L0esZz3aSh
— Andrew Holness (@AndrewHolnessJM) July 2, 2024
গ্রেনাডার প্রধানমন্ত্রী ডিকন মিচেল বলেছেন, ক্যারিয়াকো দ্বীপটি ঝড়ের আঘাতে বিধ্বস্ত হয়েছে। সেখানে বাড়িঘর, টেলিযোগাযোগ এবং জ্বালানী ডিপোগুলো মাটিতে মিশে গেছে। গ্রেনাডায় যে তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে তার দুটিই ক্যারিয়াকোতে ঘটেছে, তিনি আরও বলেন।
সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের ফলে হারিকেনসহ চরম আবহাওয়ার ঘটনাগুলো ঘন ঘন ঘটছে এবং এসব আরও বিধ্বংসী হয়ে উঠছে।
এমএ