সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে তিন খুনের ঘটনায় কালকিনি থানায় দুটি হত্যা মামলা হয়েছে। দুই মামলায়ই প্রধান আসামি করা হয়েছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে। এদিকে এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।
মামলা দুটো দায়ের করেন নিহত আতাউর রহমান আক্তার শিকদারের পিতা মতিউর রহমান ও নিহত সিরাজ চৌকিদারের পিতা রশিদ চৌকিদার। দুই মামলায় আসামি করা হয়েছে ৯৯ জনকে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও দেড় শতাধিক। সোমবার রাতে কালকিনি থানায় মামলা দুটো দায়ের করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে মাদারীপুরের বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। দীর্ঘদিন ধরেই বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও মেম্বার আক্তার শিকদারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এই তিনজন খুন হয়েছে। এ ঘটনার পরে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন রয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পৃথক দুটো হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পরিবার। মামলায় প্রধান আসামি করা হয়েছে ইউপি চেয়ারম্যান সুমনকে এবং দ্বিতীয় আসামি তার ছোট ভাই মশিউর রহমান রাজনকে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্য আসামিদের মধ্যে সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
অ