সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদারীপুর শিবচরের পৌর বাস টার্মিনালে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
পুলিশ জানায়, জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মনির হোসেনের মালিকানাধীন একটি বাস জেলার শিবচর পৌর বাস টার্মিনালে রাখা ছিল। রোববার গভীর রাতে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মালবাহী পিকআপের চালক বাসে আগুন দেখে চিৎকার দেয়। এতে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। সোমবার সকালে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবচর থানার ওসি মো. মোখতার হোসেন বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মালবাহী পিকআপের চালক বাসটি আগুনে পুড়তে দেখে চিৎকার দেয়। এতে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইঞ্জিনের ত্রুটি থেকে অগ্নিকাণ্ড নাকি নাশকতা তা তদন্ত করা হচ্ছে।
আরএ