সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজশাহীর গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন আরিফ। সেসময় পুলিশের গুলিতে আহত হয়েছিলেন তিনি। ৫ আগস্টের পর আরিফের নাম ব্যবহার করে থানায় যে মামলা হয়েছে, বাদী জানেনও না আাসামী কারা। আর সাক্ষী পুলিশের রাবার বুলেটে আহত শিক্ষার্থীরা। এমন মামলা নিয়ে পুলিশকে সতর্ক করেছেন আদালত।
সাহায্যের আশায় সাদা কাগজে স্বাক্ষর দিয়েছিলেন পুলিশের গুলিতে আহত গোদাগাড়ী উপজেলার মাদারপুরের আরিফ। ওই স্বাক্ষর ব্যবহার করে মামলা সাজিয়েছে পুলিশ। তাতে আসামি আরিফের এলাকার দেড় শতাধিক মানুষ। এখন আসামীরা এলাকা ছাড়া।
আরিফের দাবি বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগস্ট পুলিশ তাকে গুলি করেছিল। তিন দিন পর তার হাত থেকে গুলি বের করা হয়। তাকে বাদী করে যে মামলা হয়েছে, সে সম্পর্কে কিছুই জানেন না তিনি।
বাদী ছাড়াও ওইদিন পুলিশের ছোড়া গুলিতে আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের করা হয়েছে এই মামলায় স্বাক্ষী। স্বাক্ষীদের দাবি, মামলায় যাদের আসামি করা হয়েছে, তারাও কেউ সেদিন ঘটনাস্থলে ছিলেন না।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলাটি সাজানোর অভিযোগ পুলিশ কর্তকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে। তবে মোয়াজ্জেমের দাবি, মামলাটি আরিফ করেছেন।
মামলার আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, বাদী ও স্বাক্ষীরা উপস্থিত হয়ে সেদিনের ঘটনা আদালতকে জানিয়েছেন। এছাড়া লিখিতও দিয়েছেন। (এফিডেভিটের কপি) বিচারক ওই কর্মকর্তাকে তলব করে মামলা রেকর্ড করতে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।
বাদীর অভিযোগ, পুলিশ নিজেদের বাঁচাতে এই মামলাটি করেছে। ঘটনার সময় আসামীরা কেউ-ই ঘটনাস্থলে ছিলেন না।
কে