দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতিতে ‘অনিশ্চিয়তা’ রয়েই গেছে বলে মন্তব্য করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি বলছে, অর্থনীতিতে টেকসই স্থিতিশীলতা ও সংস্কার প্রচেষ্টায় প্রধান ঝুঁকি হয়ে উঠবে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা।
ডন জানিয়েছে, ম্যানিলা ভিত্তিক এই ঋণদান সংস্থাটি 'এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক'-এ বলেছে, মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির ফলে সম্ভাব্য সরবরাহ চেইনে বিঘ্ন ঘটলে পাকিস্তানের অর্থনীতিতে প্রভাব পড়বে। এই ক্ষেত্রে সংস্কার কর্মসূচিগুলো যদি বাস্তবায়ন করা হয়, তবে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ধীরে ধীরে ঊর্ধ্বমূখী হতে পারে এবং পরের বছর গিয়ে কিছুটা উন্নতি হবে।
এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে অর্থনৈতিক পরিস্থিতি অনিশ্চিত। নেতিবাচক দিকগুলোতে রয়েছে উচ্চ ঝুঁকি। সামষ্টিক অর্থনৈতিক নীতি-নির্ধারণে প্রভাব ফেলা রাজনৈতিক অনিশ্চয়তার পরিস্থিতি টেকসই স্থিতিশীলতা ও সংস্কার প্রচেষ্টায় প্রধান ঝুঁকি হিসেবেই থাকবে।
২০২৪ অর্থবছরে (৩০ জুন পর্যন্ত) ১.৯% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়ে এডিবি বলছে, ২০২৫ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ২.৮%-এ উন্নীত হতে পারে। সেসময় আত্মবিশ্বাস বাড়বে, সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা হ্রাস পাবে, অর্থনৈতিক কাঠামোগত সংস্কারে পর্যাপ্ত অগ্রগতি হবে।
আবার রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে বাহ্যিক পরিস্থিতিরও উন্নয়ন ঘটবে। কৃষি ও শিল্পের উভয় ক্ষেত্রেই উন্নয়নের কারণে এই ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হবে বলে আভাস দিয়েছে সংস্থাটি।