সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আজ আলোচনা করব ইউরেনাস সম্পর্কে। জ্যোতিষ শাস্ত্রের প্রাচ্য শাখায় ইউরেনাসকে ইন্দ্র নামে অবিহিত করা হয়। পাশ্চাত্য মতে ইউরেনাস অপ্রত্যাশিত ঘটনার কারক ও কুম্ভ রাশির অধিপতি। ইউরেনাস ৮৪ বছরে একবার রাশি চক্র পরিভ্রমণ করে। এক রাশিতে গড়ে ৭ বছর করে অবস্থান করে। ইউরেনাস নির্দেশ করে স্বাধীনতা, গণজাগরণ। দেহভাবে ইউরেনাস নার্ভ সিস্টেম, দেহের বিদ্যুৎ প্রবাহ পায়ের গোড়ালি নির্দেশক।
ইউরেনাস নিয়ন্ত্রণ করে আবিষ্কার, নতুনত্ব, বিজ্ঞান,বিদ্যুৎ প্রবাহ, ভার্চুয়াল বিষয়, পরমাণু, রঞ্জন রশ্মি, বুদ্ধিমত্তা,অদ্ভুত বিষয়, সংস্কার মুক্ততা, সৃজনশীল আকাঙ্ক্ষা, হঠাৎ পরিবর্তন, বিপ্লব, অভ্যুত্থান, স্বৈরাচারী আচরণ। মৌলিকত্ব, উদ্ভাবনী দক্ষতা, রাষ্ট্রদ্রোহ এবং স্বায়ত্ত শাসন।
ইউরেনাসরে কার্যপ্রণালী হঠাৎ, অনভিপ্রেত, কখনও কখনও ধ্বংসাত্মক। প্রথা ভাঙতে আগ্রহী। এটি ক্লিব ও ইন্দ্রিয়াশক্তিহীন। ইউরেনাস প্রাকৃতিক বিপর্যয় যেমন, ভূমিকম্প, সুনামি, অগ্নুৎপাত এর কারক। ইউরেনাসের জাতক-জাতিকা সর্বদাই আনপ্রেডিক্টেবল। নিজ দেশের চেয়ে বিদেশে এদের উন্নতি বেশি।
এ সপ্তাহে (৮ ডিসেম্বর ২০২৩ থেকে ১৫ ডিসেম্বর ২০২৩) শুক্র তুলা রাশিতে অবস্থান, বুধের ধনু রাশিতে অবস্থান ও ১৩ ডিসেম্বর রাতের প্রথম প্রহরে বক্র অবস্থান, রবি ও মঙ্গলের বৃশ্চিক রাশিতে অবস্থান, বক্র বৃহস্পতির মেষ রাশিতে ও রাহুর মীন ও কেতুর কন্যা রাশিতে অবস্থান, শনির কুম্ভ রাশিতে, ইউরেনাসের মেষ ও নেপচুনের কুম্ভ রাশিতে গোচর এবং চন্দ্রর কন্যা, তুলা,বৃশ্চিক ও ধনু রাশিতে গোচরে কেমন হবে বর্তমান সপ্তাহ জানার চেষ্টা করি।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): নিজের ওপর বিশ্বাস ও আস্থা রাখতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে নিজেকে ছেড়ে দিলে হবে না। গোপন ও প্রকাশ্য শত্রুতার সম্মুখীন হতে পারেন। মধ্যভাগে দাম্পত্য জীবনে উন্নতি। অংশীদারি ব্যবসায় নিজের মেধা ও উপস্থিত বুদ্ধি দিয়ে সফল হবেন। সৃজনশীল কাজ ও নির্মাতাদের কাজে প্রশংসা আসবে। সন্তানের সাফল্যে আনন্দ বৃদ্ধি। শেষার্ধে ঋণ বিষয়ে সতর্ক হতে হবে। পুরোনো দেনা-পাওনা নিয়ে জটিলতা এড়ালে ভালো। শেষ দিকে উচ্চ শিক্ষা ও বিদেশ যাত্রায় অগ্রগতি। বৈদেশিক বাণিজ্যে সফল হবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): নিজের মেধা ও বুদ্ধি দিয়ে শুরুতেই ভালো রোজগারের আশা। প্রেম ভালোবাসায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে। সন্তানের সঙ্গে ভুল বুঝাবুঝি এড়াতে হবে। মধ্যভাগে আপনার কাজে প্রচুর সমালোচনার ঝড় উঠবে। লোকে আপনার ভুল ক্রুটি খুঁজে বেড় করতে ব্যস্ত থাকবে। মাথা ঠান্ডা রাখুন। শেষার্ধে অংশীদারি জটিলতা বৃদ্ধি। দাম্পত্য ক্ষেত্রে অশান্তির ভয়। এ সময়ে মানসিকভাবে অস্থির থাকবেন। শেষ দিকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সাবধান। ঋণের বোঝা না বাড়ানোই ভালো।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): শুরুতেই পারিবারিক প্রত্যাশাপূরণ হবে। আত্মীয়স্বজনের সঙ্গে চলমান জটিলতার অবসান আশা করতে পারেন। এ সময়ে গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে মায়ের সাহায্য লাভ। মধ্যভাগে প্রেম ভালোবাসায় আসবে সাফল্য। সন্তানের বিয়ে শাদীর বিষয়ে অগ্রগতি। শিল্প কলার কাজে ভালো রোজগার হবে। শেষার্ধে কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। সহকর্মীদের কারও আচরণ আপনাকে হতবাক করবে। শেষ দিকে অংশীদারি ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): শুরুতেই বৈদেশিক যোগাযোগে সফলতা। ছোট ভাই-বোনের বিবাহশাদীর যোগ প্রবল। পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন। মধ্যভাগে পারিবারিক কোনো কাজে ব্যস্ততা বৃদ্ধি। কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে। আত্মীয়-স্বজনের দ্বারা উপকৃত হবেন। শেষার্ধে সৃজনশীল কাজে সফলতার আশা। শিল্পী ও কলাকুশলীদের রোজগার বৃদ্ধি। সন্তানের সাফল্যে আনন্দিত হবেন। শেষ দিকে কর্মক্ষেত্রে চলমান জটিলতা দূর হবে। সহকর্মীদের সাহায্য লাভ।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): শুরুতেই বকেয়া অর্থ আদায়ে অগ্রগতি। ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে। সঞ্চয়ের সুযোগ পাবেন। মধ্যভাগে যোগাযোগে উন্নতি। ব্যবসায়ীক প্রচার প্রচারণা সফল হবে। বিদেশ থেকে কিছু সংবাদ লাভের আশা। শেষার্ধে পারিবারিক জটিলতা দূর হবে। আত্মীয়-স্বজনের সাহায্য লাভ। প্রত্যাশা পূরণের সময়। শেষ দিকে সন্তানের কোনো সাফল্যে আনন্দ বৃদ্ধি। নিজের মেধা দিয়ে কাজের জটিলতা দূর করতে পারবেন। প্রেম ভালোবাসায় সাফল্য।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রে গোপন শত্রুতা দমন করতে পারবেন। মধ্যভাগে আপনার আয় রোজগারে সফলতা। খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে ভালো লাভ হবে। বাড়িতে আত্মীয়-স্বজনের আগমন হতে পারে। শেষার্ধে বৈদেশিক কাজে উন্নতি। বিদেশ থেকে ভালো সংবাদ পেতে পারেন। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায় লাভের আশা। শেষ দিকে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সফলতা। মায়ের দোয়া ও আশীর্বাদ লাভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): শুরুতেই দূরের যাত্রা যোগ। প্রবাসীদের এ সময়ে রহস্যজনক কোনো ঘটনা ঘটবে। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় রোজগার বৃদ্ধি। মধ্যভাগে কর্মক্ষেত্রে সফলতা। বহুদিনের বাধা বিপত্তি দূর করে ব্যবসাকে আবার সচল করতে সক্ষম হবেন। মানসিকভাবে শক্ত হতে হবে। শেষার্ধে আয় রোজগার বৃদ্ধি। বকেয়া বিল আদায়ে অগ্রগতি। বাড়িতে আত্মীয়ের আগমন হবে। শেষ দিকে ছোট ভাই-বোনের সাহায্য লাভ। বিদেশ থেকে ভালো সংবাদ আসবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): সপ্তাহের শুরুতেই বড় ভাই-বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হবে। বহুদিনের পুরোরো বন্ধুর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। মধ্যভাগে প্রবাসীদের কাজে কর্মে উন্নতির আশা। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো রোজগার হবে। শেষার্ধে কর্মক্ষেত্রে সুনাম সম্মান বাড়বে। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবেন। শারীরিক অবস্থার উন্নতি। শেষ দিকে আয় রোজগার বৃদ্ধি। বকেয়া বিল বেতন আদায় হবে।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): শুরুতেই প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা। চাকরি সংক্রান্ত বিষয়ে সফল হবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে প্রশাসনিক ব্যক্তির সাহায্য প্রয়োজন হবে। মধ্যভাগে আয় রোজগার বৃদ্ধি। নতুন নতুন বন্ধুত্বের সুযোগ আসবে। বড় ভাই-বোনের সঙ্গে সম্পর্কের জটিলতা কমে যাবে। শেষার্ধে ব্যয় বৃদ্ধি। বৈদেশিক বাণিজ্যে চলমান জটিলতা দূর হবে। আইনগত জটিলতার অবসান। শেষ দিকে সম্মান ও মর্যাদা বৃদ্ধি। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় সাফল্য লাভের যোগ।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): সপ্তাহের শুরুতেই বিদেশ ভাগ্য বলবান। জীবিকার জন্য বিদেশে যাওয়ার প্রস্তাব আসবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অগ্রগতি। মধ্যভাগে কর্মক্ষেত্রে উন্নতির আশা। এ সময়ে পিতার বা পিতৃস্থানীয় কারও সাহায্য পাবেন। ব্যবসায়ীক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। শেষার্ধে ঠিকাদারি ব্যবসায় রোজগার বৃদ্ধি। বন্ধুর সাহায্যে কোনো বিল আদায়ে সফলতা। শেষ দিকে বৈদেশিক কাজে সাফল্য লাভ। আইনগত ঝামেলার অবসান হবে। প্রবাসীদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ। কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): শুরুতেই আর্থিক অবস্থা দুর্বল থাকবে। অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করতে চেষ্টা করুন। ঝুঁকিপূর্ণ কোনো কাজে বিনিয়োগ করা ঠিক হবে না। পুলিশি বিষয়ে সতর্কতা। মধ্যভাগে উচ্চ শিক্ষার চেষ্টায় সাফল্য লাভ। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ। ভাগ্য সহায় হবে। শেষার্ধে কর্মক্ষেত্রে প্রভাবশালী কর্মকর্তা সাহায্য করবে। বেকারদের চাকরি লাভের যোগ প্রবল। রাজনৈতিক ও সাংগঠনিক কাজে সফল হবেন। শেষ দিকে আয় রোজগার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক ক্ষেত্রে নতুন বিনিয়োগ যোগ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): শুরুতেই অবিবাহিতদের বিয়ের যোগ। অংশীদারি ব্যবসা বাণিজ্যে সফল হবেন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। মধ্যভাগে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্কতার প্রয়োজন। পুরোনো কোনো আইনগত জটিলতার সমাধান আশা করা যায়। ব্যাংক ঋণ প্রাপ্তিতে অগ্রগতি। শেষার্ধে জীবিকার জন্য বিদেশ যাত্রা যোগ। শিক্ষা ও গবেষণামূলক কাজের জন্য বিদেশি অর্থ লাভ। শেষ দিকে সরকারি চাকরির চেষ্টায় অগ্রগতি। ব্যবসায়ীক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। পিতার শারীরিক অবস্থার উন্নতি।
এম