সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এ সপ্তাহে (২৯ ডিসেম্বর ২০২৩ থেকে ৪ জানুয়ারি ২০২৪) শুক্রর বৃশ্চিক রাশিতে অবস্থান, বুধের বৃশ্চিক রাশিতে বক্র অবস্থান ও ৩ তারিখ বক্র ত্যাগ, রবির মকরে অবস্থান ও মঙ্গলের ধনু রাশিতে অবস্থান। বক্র বৃহস্পতির মেষ রাশিতে অবস্থান ও ১ তারিখ বক্র ত্যাগ, রাহুর মীন ও কেতুর কন্যা রাশিতে অবস্থান, শনির কুম্ভ রাশিতে, ইউরেনাসের মেষ ও নেপচুনের মীন রাশিতে গোচর এবং চন্দ্রর মিথুন, কর্কট, সিংহ ও কন্যা রাশিতে গোচরে কেমন যাবে সপ্তাহটি জানার চেষ্টা করি।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): এ বছরের শেষ ক'দিন ও নতুন বছরের শুরুর ক'দিন নিয়েই সপ্তাহের শুরু। ফলে এ সপ্তাহটি আপনার জীবনে খুবই উল্লেখযোগ্য। শুরুতেই সব প্রকার বৈদেশিক ও অভ্যন্তরীণ যোগাযোগে গুরুত্ব দিতে হবে। ব্যবসায়িক প্রচার-প্রচারণায় উদ্যোগী না হলে পিছিয়ে পড়বেন। মধ্যভাগে স্থাবর সম্পত্তি ও যানবাহন বিষয়ে পরিকল্পনার প্রয়োজন। কর্মক্ষেত্রে নিজের প্রত্যাশা পূরণে পরিশ্রম করতে হবে। নিজের যোগ্যতা ও দক্ষতাই আপনাকে সাফল্য এনে দেবে। শেষ দিকে শত্রুতা ও বিরোধী মতবাদ সহ্য করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): শুরুতেই আর্থিক পরিকল্পনা করতে হবে। নতুন বছরের জন্য প্রস্তুতি নিতে পরিকল্পনার কোনো বিকল্প নেই। সঞ্চয়ে সফল হতে এ বছর দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। আয়-রোজগার বৃদ্ধিতে অলস অর্থকে বিনিয়োগ করতে পারেন। মধ্যভাগে ব্যবসায়িক যোগাযোগে সফলতা। চাকরিজীবীদের মধ্যস্থতার কাজে অর্থপ্রাপ্তি। ছোট ভাই-বোনের সাহায্য পাবেন। শেষার্ধে পারিবারিক কাজে ব্যস্ততা বৃদ্ধি। স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতার অবসান হবে। শেষদিকে প্রেম-ভালোবাসায় সাফল্য। সন্তানে ভর্তি বিষয়ে অগ্রগতি।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): শুরুতেই আপনাকে নতুন বছরের জন্য প্রস্তুতি নিতে হবে। ভাবাবেগ ও মান অভিমান নিয়ন্ত্রণ করতে শিখুন। ঠেকে শিখুন। মধ্যভাগে আয়-রোজগারের চেষ্টা সফল হবে। ব্যবসায়িক বিনিয়োগ বাড়াতে পারেন। খাদ্য-পানীয়ে বিনিয়োগ করার সুযোগ আসবে। শেষার্ধে প্রযুক্তির সহায়তায় ব্যবসায়িক উন্নতির আশা। মধ্যস্থতার কাজে রোজগার বৃদ্ধি। বাণিজ্যকে অনলাইনে সম্প্রসারণের চেষ্টা সফল হবে। শেষদিকে আপনার বহুদিনের প্রত্যাশা পূরণের যোগ। গৃহ স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়ে লাভবান হবেন।
কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): শুরুতেই বাড়তি ব্যয়ের চাপে কিছুটা নাজেহাল হতে হবে। জীবন-জীবিকার জন্য বিদেশযাত্রার চেষ্টায় অগ্রগতি। মধ্যভাগে পরিস্থিতিকে নিজের মেধা দিয়ে অনুকূলে আনতে পারবেন। কর্মক্ষেত্রে এ সময়ে সাফল্য লাভ। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। শেষার্ধে বকেয়া বিল-বেতন আদায়ে উন্নতি। সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন। হোটেল-রেস্তোরাঁ ব্যবসায় লাভের সময়। শেষদিকে প্রচার-প্রচারণার কাজে অর্থ ব্যয়। নতুন বছর ই-কমার্স ব্যবসায় প্রবেশ করার যোগ প্রবল।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): সপ্তাহের শুরুতেই কাজের ব্যস্ততা বৃদ্ধি। আয়-রোজগারের ক্ষেত্রে বাধা আসবে। বকেয়া টাকা আদায়ে চরম পন্থা অবলম্বন করতে পারেন। প্রভাবশালী ব্যক্তির সাহায্য নিতে হবে। মধ্যভাগে ব্যয় বৃদ্ধি। বৈদেশিক কাজের জন্য অর্থ ব্যয়। প্রবাসীদের মনের বাসনা পূরণ হবে। শেষার্ধে হারানো ক্ষমতা ফিরে পাবেন। কাঙ্ক্ষিত কোনো গোপন কাজে সাফল্য লাভের আশা। শারীরিক অবস্থার উন্নতি হবে। শেষদিকে আয়-রোজগারে অগ্রগতির সময়। ব্যবসা-বাণিজ্যে কাঙ্ক্ষিত রোজগার হবে।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): সপ্তাহর শুরুতেই পুরাতন সব জটিল কাজগুলো শেষ করতে চেষ্টা করুন। পদস্থ কর্মকর্তার সাহায্য ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব হবে না। মধ্যভাগে আপনার বকেয়া বিল-বেতন আদায় হবে। চাকরিজীবীরা আর্থিকভাবে সফল হতে পারবেন। নতুন ঠিকাদারি কাজে যোগাযোগ বৃদ্ধি। শেষার্ধে বিদেশযাত্রার চেষ্টায় সফল হবেন। পুরাতন আইনগত জটিলতার অবসান হবে। প্রবাসীদের কর্ম পরিবর্তন। শেষদিকে হারানো সব ক্ষমতাই ফিরে পাবেন। ব্যক্তিজীবনের ভুল থেকে শিক্ষা নিতে হবে। নতুন পরিকল্পনা করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): সপ্তাহের শুরুতে বিদেশভাগ্য বলবান। জীবিকার জন্য বিদেশযাত্রার সুযোগকে কাজে লাগাতে হবে। বৈদেশিক ব্যবসায় সাফল্য লাভের সময়। মধ্যভাগে কর্মক্ষেত্রে চলমান সব প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে। রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রে সফলতার সময়। চাকরি বদলের সুযোগ আসবে। শেষার্ধে আয়-রোজগার বৃদ্ধি। বন্ধুর সাহায্য পাবেন। বড় ভাই-বোনের বিয়ে-শাদীর যোগ। শেষদিকে দূরের যাত্রা যোগ। আইনগত জটিলতায় সফল হবেন। প্রবাসী বন্ধুর সাহায্য লাভ।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): সপ্তাহের শুরুতেই আর্থিক সংকট বিষয়ে সতর্ক হতে হবে। ব্যবসায়িক কাজের জন্য কিছু অর্থ ঋণ নিতে পারেন। মধ্যভাগে ভাগ্য উন্নতির জন্য বিদেশযাত্রার যোগ। বৈদেশিক বাণিজ্যে সফল হবেন। ধর্মীয় ও আধ্যাত্মিক ভ্রমণের যোগ। শেষার্ধে কর্মক্ষেত্রে সাফল্য লাভের আশা। ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। শেষদিকে বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দেবে। বড় ভাই-বোনের সঙ্গে সম্পর্কের অবনতি। আর্থিক ক্ষেত্রে রহস্যজনক ঘটনা ঘটবে।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। ব্যবসায়িক কাজে সাফল্য লাভের সময়। নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন। নবদম্পতিদের বেড়াতে যাওয়ার যোগ। মধ্যভাগে আর্থিক সংকট দেখা দেবে। কিছু টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারেন। চিকিৎসা ও ওষুধ ব্যবসায় ভালো রোজগার। শেষার্ধে বিদেশভাগ্য বলবান। ব্যবসায়িক কাজের জন্য বিদেশ যেতে পারেন। উচ্চশিক্ষায় সাফল্য লাভের সময়। শেষদিকে চাকরিজীবীরা ভালো কোনো সংবাদ পাবেন। ব্যবসায় সফলতার সময়। চাকরি পরিবর্তনের সময়।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): শুরুতে জীবনে কিছু ঝামেলার সম্মুখীন হতে হবে। কাজের লোক ও কর্মচারীদের দ্বারা ক্ষতির আশঙ্কা। অনৈতিক কাজ-কর্ম থেকে বিরত থাকতে হবে। মধ্যভাগে দাম্পত্য জীবনে সফলতা। অনেকে বিয়ের পীড়িতে বসবেন। অংশীদারী ব্যবসায় সাফল্য লাভ। শেষার্ধে ঋণ বিষয়ে সতর্ক থাকবেন। পুরাতন ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি। পুলিশি ঝামেলা এড়িয়ে চলতে হবে। শেষদিকে ভাগ্য সহায় হবে। জীবন-জীবিকার জন্য বিদেশ যেতে পারেন। ধনী বন্ধুর দ্বারা লাভবান হবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): শুরুতে জীবনে সাফল্য লাভের সময়। প্রেম-ভালোবাসায় সফলতা। সন্তানের পরীক্ষার ফল আশাতীত ভালো হবে। জীবনের সংকটে প্রেমিকার সাহায্য পাবেন। মধ্যভাগে সফল হতে পারবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য লাভের আশা। ব্যবসায় একটু সতর্ক হতে হবে। শেষার্ধে দাম্পত্য সুখ-শান্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়িক কাজে সফলতা। শেষদিকে আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাবে। মামলা মোকদ্দমায় ঝামেলা হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): শুরুতে প্রত্যাশা পূরণে পরিবারের সবার সাহায্য পাবেন। আয়-রোজগারের ক্ষেত্রে বন্ধুদের দ্বারা উন্নতি। বকেয়া টাকা আদায় হবে। মধ্যভাগে প্রেমে সাফল্য আসবে। সন্তানের ভর্তি সংক্রান্ত ক্ষেত্রে উন্নতি হবে। শিল্পীদের বিদেশযাত্রার যোগ প্রবল। ব্যবসা-বাণিজ্যে ঝুঁকি কমাতে হবে। নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন। অনৈতিক কাজ এড়িয়ে চলুন। শেষদিকে অংশীদারী ব্যবসা-বাণিজ্যে সাফল্য লাভের সময়। দাম্পত্য সুখ-শান্তি ফিরে পাবেন। পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার সময়।
এইউ