সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আজ আলোচনা করব আসছে বছর ২০২৪ সম্পর্কে। ২০২৪ সালের সংখ্যাগুলোকে ক্রমিকাকারে সাজালে হয় = ২+০+২+৪= ৮। এটি সংখ্যা তত্বের বিচারে শনির সংখ্যা। শনি কর্মকারক গ্রহ। শিল্প কলকারখানা, রাস্তাঘাটের উন্নয়ন, দারিদ্রতা, দুর্ভিক্ষ, সামাজিক বিপ্লবের কারক। শনির রাজ্যে উঁচু নীচুর কোনো ভেদাভেদ নেই। সবাই সমান। সবাই নিয়মের কঠিন শৃঙ্খলে আবদ্ধ। ফলে আসছে বছর পরিশ্রমীদের জন্য সাফল্যের। আর অলস ও নিষ্কর্মাদের জন্য ব্যর্থতার। ফলে আজই জীবনের রুটিন ঠিক করে নিন। পরিশ্রম করে যান নিজের সর্বোচ্চ। শনি খুশি হলে বছর শেষেই দেখতে পাবেন তার ফল। এ বছর বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের ঘুরে দাঁড়ানোর সময়। বহু দেশে বিপ্লব ঘটতে চলেছে। প্রস্তুত থাকুন। অন্যায় ও অবিচারের অবসান হবে।
এ সপ্তাহে (২২ ডিসেম্বর ২০২৩ থেকে ২৮ ডিসেম্বর ২০২৩) শুক্র তুলা রাশিতে অবস্থান, ও ২৫ ডিসেম্বর বৃশ্চিক রাশিতে গমন, বুধের বৃশ্চিক রাশিতে বক্র অবস্থান, রবির মকরে অবস্থান ও মঙ্গলের বৃশ্চিক রাশিতে অবস্থান, ও সপ্তাহের শেষ দিনে ধনু রাশিতে গমন। বক্র বৃহস্পতির মেষ রাশিতে ও রাহুর মীন ও কেতুর কন্যা রাশিতে অবস্থান, শনির কুম্ভ রাশিতে, ইউরেনাসের মেষ ও নেপচুনের মীন রাশিতে গোচর এবং চন্দ্রর মেষ, বৃষ, মিথুন রাশিতে গোচরে কেমন যাবে বর্তমান সপ্তাহ জানার চেষ্টা করি।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): সপ্তাহের শুরুতে হারানো সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যক্তিগত জীবনে পরিবর্তনের সময়। নিজের চিন্তাভাবনাকে বদলে ফেলতে হবে। কর্ম ও ব্যবসায়ীক জীবনে সফল হতে পারবেন। ব্যবসায়ীক জীবনে সপ্তাহের মধ্যভাগে আসবে ভালো সময়। আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া বেতন আদায়ে সফল হবেন। সঞ্চয়ের চেষ্টায় সফলতা। শেষ দিকে সব যোগাযোগে সফলতা। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায় চলমান জটিলতা বাধা কাটিয়ে উঠবেন। ছোট ভাই-বোনের উচ্চ শিক্ষা বা বিবাহশাদীর জন্য অর্থ ব্যয় হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): সপ্তাহের শুরুতেই বিদেশ যাত্রার যোগ প্রবল। বৈদেশিক বাণিজ্যে সফল হওয়ার সময়। প্রবাসীদের কর্মজীবনে উন্নতির সময়। এ সময়ে ট্রাভেল এজেন্ট ও ট্যুরিজম ব্যবসায়ীদের ভালো রোজগারের যোগ। মধ্যভাগে আপনার জীবনে বদলে যেতে চলেছে। হঠাৎ করেই বহু সুযোগ আসবে জীবনে। ভালো রোজগার এর জন্য দরকার ভালো প্রশিক্ষণ। এ সময়ে ভালো প্রশিক্ষণ নিতে চেষ্টা করুন। শেষ দিকে আয় রোজগার বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজে বন্ধুদের সাহায্য পাবেন। শেষ দিকে সঞ্চয়ের সুযোগ আসবে।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): সপ্তাহের শুরুতে বড় ভাই-বোনের সাহায্য পাবেন। বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক কাজে উন্নতির সময়। ব্যবসা বাণিজ্যে নিজের মেধা দিয়ে এগিয়ে যেতে চেষ্টা করুন। মধ্যভাগে বৈদেশিক কাজে অগ্রগতি। বাণিজ্যে সফল হবেন। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো রোজগারের সময়। প্রবাসীদের জীবনে ভালো ঘটনা ঘটবে। শেষ দিকে কর্মক্ষেত্রে সাফল্য লাভের সময়। রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রে সম্মানিত হবেন। গৃহ ও কর্ম পরিবর্তনের উৎকৃষ্ট সময়। কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): শুরুতেই সামাজিক ও ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হতে পারবেন। প্রশাসনিক কর্মকর্তাদের কাজের চাপ বৃদ্ধি পাবে। মধ্যভাগে আয় রোজগারে উন্নতির আশা। বন্ধুদের সাহায্য পাবেন। চাকরিজীবী ও ব্যবসায়ীদের বাড়তি আয় রোজগারের সুযোগ আসবে। শেষ দিকে বিদেশ যাত্রায় উন্নতি। আইনগত পুরোনো সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। প্রবাসীদের কর্মক্ষেত্রে সাফল্য লাভের সময়। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় সফল হতে পারবেন।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): শুরুতে ভাগ্য উন্নতির সুযোগ আসবে। বৈদেশিক কাজে সফল হওয়ার সময়। জীবিকার জন্য বা উন্নত শিক্ষার জন্য বিদেশ যাত্রা। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য অর্থ ব্যয় হবে। মধ্যভাগে কাজে কর্মে গতি বৃদ্ধি পাবে। এ সময়ে মনের প্রত্যাশা পূরণ হবে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। শেষ দিকে আয় রোজগারের যোগ প্রবল। বকেয়া টাকা আদায়ের চেষ্টায় সফল হবেন। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্য লাভ। ব্যবসায়ীক কাজে ধীরে ধীরে অগ্রগতি।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): সপ্তাহের শুরুতে আর্থিক সংকটের অবসান হবে। পাওনাদারের সঙ্গে চলমান জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। এ সময়ে ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ না করাই ভালো। মধ্যভাগে ভাগ্য আপনার সহায় হবে। এ সময়ে বিদেশ যাত্রার যোগ প্রবল। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য দূরে যাত্রা করতে হবে। এ সময়ে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা। শেষ দিকে কর্মক্ষেত্রে সফল হবেন। ব্যবসায়ীক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। নতুন চাকরির চেষ্টায় সফলতা। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): সপ্তাহের শুরুতে অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। অংশীদারি ব্যবসা বাণিজ্যের সুযোগ আসবে জীবনে। আয় রোজগারের ক্ষেত্রে সফলতা। জীবন সাথীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার যোগ। মধ্যভাগে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো রোজগার হবে। উইলকৃত ধন সম্পত্তি লাভের চেষ্টায় অগ্রগতি। ব্যাংক ঋণ লাভের চেষ্টা সফল হবে। দূরের যাত্রায় সতর্ক থাকবেন। শেষ দিকে বিদেশ ভাগ্য বলবান। জীবন জীবিকার জন্য বিদেশ যাত্রা। বৈদেশিক বাণিজ্যে ভালো রোজগার হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): সপ্তাহের শুরুতে পারিবারিক কিছু জটিলতার সমাধান করতে পারবেন। কাজের লোক পরিবর্তন করতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সাহায্য পাবেন। কারও সঙ্গে বিরোধে না জড়ানোই ভালো। মধ্যভাগে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের সময়। অংশীদারি কাজে বিনিয়োগ করতে পারেন। শেষ দিকে শেয়ার ব্যবসায় ভালো রোজগার হবে। ঝুঁকিপূর্ণ ব্যবসা বাণিজ্যে রোজগার বৃদ্ধি। পাওনাদারের সঙ্গে ঝামেলা দূর হয়ে যাবে।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): শুরুতেই সৃজনশীল ব্যবসায় ভালো রোজগার হবে। প্রেম-ভালোবাসায় আসবে সাফল্য। সন্তানের বিদেশ যাত্রার চেষ্টায় অগ্রগতি। শিল্পী ও কলাকুশলীদের নতুন নতুন কাজের সুযোগ আসবে। মধ্যভাগে কর্মক্ষেত্রে সব বাধা পেড়িয়ে সফল হবেন। সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাহায্য পাবেন। শেষ দিকে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে। অবিবাহিতদের বিয়ের যোগ। অংশীদারি কাজে সফলতার সময়।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): শুরুতেই পারিবারিক প্রত্যাশা পূরণ হবে। প্রভাবশালী আত্মীয়ের সাহায্য লাভের যোগ। গৃহ পরিবর্তন বা বাহন পরিবর্তনের যোগ। ব্যবসায়ীক কাজে পরিবারের সবাই সাহায্য পাবেন। মধ্যভাগে সন্তানের বিবাহ বা উচ্চ শিক্ষার জন্য অর্থ ব্যয় হবে। প্রেম-ভালোবাসায় সফল হবেন। প্রেমের বিয়ের যোগ প্রবল। শেষ দিকে শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। কাজের লোকের সাহায্য লাভের আশা। নতুন চাকরির চেষ্টা সফল হবে। কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): শুরুতে বৈদেশিক যোগাযোগে সফল হবেন। গণমাধ্যমে কাজের যোগ প্রবল। ব্যবসায়ীক ক্ষেত্রে সফলতার সময়। গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন কাজের সুযোগ আসবে। মধ্যভাগে আপনার প্রত্যাশা পূরণের যোগ। যানবাহন ও গৃহস্থালি কাজের পেছনে অর্থ ব্যয় হবে। প্রভাবশালী আত্মীয়ের সাহায্য লাভের আশা। বাড়িতে অতিথি আগমনের যোগ। শেষ দিকে শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের সম্ভাবনা। হারানো প্রেম ফিরে আসবে জীবনে। ভালোবাসার মানুষটিকে ফিরে পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): শুরুতে বাড়িতে শ্যালক-শ্যালিকার আগমন হবে। খাদ্য ও পানীয়ের ব্যবসায় সফল হবেন। হোটেল রেস্তোরাঁ ব্যবসায় ভালো লাভ হবে। কোনো সামাজিক নিমন্ত্রণ রক্ষা করতে পারেন। সঞ্চয়ের চেষ্টায় অগ্রগতি। মধ্যভাগে পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন। প্রবাসী ছোট ভাই-বোনের দেশে আগমন হবে। গণমাধ্যমে কাজের সুযোগ পাবেন। শেষ দিকে মনের কোনো বাসনা পূরণ হবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত ঝামেলা মিটে যাবে। আত্মীয়স্বজনের সাহায্য পাবেন। নিজস্ব গৃহ লাভের যোগ প্রবল।
এম