সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আজ আলোচনা করবো কেতু সম্পর্কে। জ্যোতিষ শাস্ত্রের মাহ মুণী ও ঋষীরা কেতুর আচরণকে রহস্যময় প্রিয় ও গোপনীয় বলেছেন। কেতু মঙ্গলের মতো ফল দাতা। জন্ম ছকে যেভাবে কেতু অবস্থান করে সেভাব থেকে রহস্যজনক ঘটনা ও দুঃখ কষ্টই নির্দেশ করে। পৌরাণিক গল্পের অসুর সর্ভানুরের মস্তক বিহীন অংশটিই কেতু। জ্যোতিষ শাস্ত্র মতে কেতুর ইন্দ্রানুভূতি কম, তার অতিন্দ্রীয়ানুভূতি প্রবল। কেতুর জাতক লাজুক, গোপনীয়তাপ্রিয় ও রহস্যময় প্রকৃতির হন। এসব জাতক-জাতিকা ইন্দ্রজাল, তন্ত্রমন্ত্রসহ গোয়েন্দা বিষয়ে খুব ভালো করে। এরা প্রচার বিমূখ, হিংসা পড়ায়ন, ষঢ়যন্ত্রকারী।
কেতু ত্যাগ,তিতিক্ষা,তপস্যা, ব্রহ্ম-জ্ঞাণ, দর্শন ও গণিত বিদ্যা,ধৈর্য্য, হৃদয়হিনতা, বিশ্বাসঘাতকতা, অকৃতজ্ঞ, নৃশংস ইন্দ্রজালীক চর্চাকারী হতে পারেন। দেহ ভাবে কেতু মেরুদণ্ড, উদর, অধর, কেশ, মোহাচ্ছন্য অবস্থ জড়তা,আলস্য, অবসাদ, অনুভূতির অভাব, অহংকার, আত্মজ্ঞান, নির্বুদ্ধিতা, অন্তর্নিহিত জ্ঞান, গুপ্ত বিষয়, রহস্যময় জীবাণু নির্দেশ করে।
এ সপ্তাহে (১ ডিসেম্বর ২০২৩ থেকে ৭ ডিসেম্বর ২০২৩) শুক্র তুলা রাশিতে অবস্থান, বুধের ধনু রাশিতে অবস্থান, রবি ও মঙ্গলের বৃশ্চিক রাশিতে অবস্থান, বক্র বৃহস্পতির মেষ রাশিতে ও রাহুর মীন ও কেতুর কন্যা রাশিতে অবস্থান, শনির কুম্ভ রাশিতে, ইউরেনাসের মেষ ও নেপচুনের কুম্ভ রাশিতে গোচর এবং চন্দ্রর মিথুন, কর্কট, সিংহ ও কন্যা রাশির গোচরে বর্তমান সপ্তাহের পূর্বাভাস জানার চেষ্টা করি।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): পারিবারিক কাজে সপ্তাহের শুরুতেই আত্মীয়দের সাহায্য প্রয়োজন হবে। গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে অগ্রগতি। যানবাহন লাভের সুযোগ আসবে। মধ্যভাগে সন্তানের উচ্চ শিক্ষা বা বিবাহ সংক্রান্ত কাজের আলোচনা সফল হবেন। প্রেম ভালোবাসায় আসবে প্রশান্তি। মেধাভিত্তিক কাজে সফল হবেন। শেষ দিকে কাজে কর্মে সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাহায্য পাবেন। আপনার নেওয়া সিদ্ধান্তগুলো প্রতিকূল পরিস্থিতির কাছে বাধার সম্মুখীন হবে। মানসিকভাবে থাকতে হবে চাঙা।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): শুরুতেই সব ধরনের বৈদেশিক কাজে অগ্রগতির সময়। অনলাইন অফলাইন সর্বত্রই সফলতার আশা। প্রবাসী ছোট ভাই-বোনের সাহায্য লাভের সময়। গণমাধ্যমে জীবিকার সুযোগ পাবেন। মধ্যভাগে মায়ের দোয়া ও আশির্বাদ আপনাকে মানসিকভাবে শক্তি যোগাবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজের বাধা দূর করতে সক্ষম হবেন। শেষ দিকে প্রেম ভালোবাসায় সফলতা। বিদ্যার্থীদের পরীক্ষার ফলাফল আসতে শুরু করবে। শৈল্পিক কাজের জন্য বিদেশ যাত্রা।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়েই ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের যোগ। ধারের টাকা আদায়ের চেষ্টা সফল হবে। সামাজিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। মধ্যভাগে সব মধ্যস্ততার কাজে অগ্রগতি। এ সময়ে ভালো রোজগার হবে। গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে ছোট ভাই-বোনের সমর্থন প্রয়োজন হবে। গণমাধ্যমের কাজে উন্নতি। শেষ দিকে প্রত্যাশিত কাজে উন্নতি। যানবাহন ও স্থাবর সম্পত্তি ক্রয়ে মায়ের সাহায্য লাভের আশা। কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): সপ্তাহের শুরুতেই ব্যক্তি জীবনে আসবে সাফল্য। অনেক ব্যর্থতার পর ধীরে ধীরে সফল হতে পারবেন। সামাজিক ও সাংগঠনিক কাজে উন্নতির সময়। কর্মক্ষেত্রে ধীরে ধীরে সাফল্য আসবে। মধ্যভাগে ব্যবসায়ীক ক্ষেত্রে ভালো আয় রোজগার হবে। বহু বকেয়া টাকা আদায়ে সফল হতে পারবেন। সাংসারিক ক্ষেত্রে আত্মীয়ের সাহায্য পাওয়া যাবে। শেষ দিকে পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ব্যবসায়ীক যোগাযোগে ও মধ্যস্ততার ব্যবসায় ভালো রোজগার হবে।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): সপ্তাহের শুরুতে পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে। বিদেশ থেকে ভালো রোজগারের আশা। কাজের প্রয়োজনে দূরে যেতে হবে। বৈদেশিক বাণিজ্যে উন্নতি করতে পারবেন। মধ্যভাগে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। কাজে কর্মে উন্নতির যোগ প্রবল। ব্যবসায়ীকভাবে এ সময়ে ভালো রোজগারের আশা। শারীরিক অবস্থার উন্নতি। শেষ দিকে আয় রোজগারে উন্নতি। বকেয়া টাকা আদায়ে সফল হতে পারবেন। সঞ্চয়ের সুযোগ কাজে আসবে।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): সপ্তাহের শুরুতেই বড় ভাই-বোনের বিবাহ শাদীর যোগ। ব্যবসায়ীক কাজে ভালো রোজগার হবে। বন্ধুর সাহয্য পাবেন। ঠিকাদারি ব্যবসায় নতুন নতুন কাজের সুযোগ আসবে। মধ্যভাগে বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। বৈদেশিক বাণিজ্যে ভালো রোজগার। জীবন জীবিকার জন্য বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। শেষ দিকে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি। কর্মক্ষেত্রে হারানো পদ পদবি ফিরে পাবেন। এ সময়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): সপ্তাহের শুরুতেই ব্যবসায়ীক কাজে প্রত্যাশা পূরণ হবে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য প্রয়োজন হবে। সামাজিক ও সাংগঠনিক কাজে নতুন পদপদবি লাভের যোগ। মধ্যভাগেই ব্যবসায়ীক রোজগারে অগ্রগতি। ব্যবসা বাণিজ্যে বন্ধুর সাহায্য পাবেন। চাকরিজীবীদের বকেয়া টাকা আয়ের যোগ। শেষ দিকে বিদেশ যাত্রা। বৈদেশিক বাণিজ্যে ভালো লাভ হবে। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। প্রবাসীদের বিদেশে স্থায়ী হওয়ার ক্ষেত্রে অগ্রগতি।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): বিদেশ যাত্রার স্বপ্ন পূরণের সুযোগ আসবে। উচ্চ শিক্ষায় আসবে সাফল্য। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যেতে হবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে উন্নতি। মধ্যভাগে কর্মক্ষেত্রে সংগ্রাম সফল হবে। রাজনীতিবিদদের জনসংযোগে ব্যস্ততা বৃদ্ধি। বয়স্ক পিতার সাহায্য লাভের আশা। চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি। শেষ দিকে আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া বিল ও বেতন আদায় করতে পারবেন। বন্ধুর সহায়তা লাভের সম্ভাবনা প্রবল।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): আর্থিক জটিলতার সমাধান শুরুতেই করতে পারবেন। পাওনাদারের সঙ্গে লেনদেনের দূরত্ব কমে আসবে। পরধন প্রাপ্তিতে অগ্রগতি। রাস্তাঘাটে সতর্ক হতে হবে। মধ্যভাগে বৈদেশিক বাণিজ্যে চলমান জটিলতা দূর হবে। এ সময়ে ভাগ্য উন্নতির সম্ভাবনা। উচ্চ শিক্ষা পূণরায় আরম্ভ করতে পারবেন। শেষ দিকে কর্মক্ষেত্রে আসবে সম্মান ও মর্যাদা। নতুন চাকরির চেষ্টায় সফলতা। ব্যবসায়ীক কাজে প্রভাবশালী লোকের সাহায্য লাভ। নিজে পিতা হতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): শুরুতেই নতুন ব্যবসায়ীক ক্ষেত্রে বিনিয়োগ। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ে অগ্রগতি। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। জীবন সাথীর সাহায্য পাবেন। মধ্যভাগে ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা কমে আসবে। আয় রোজগারের ক্ষেত্রে কিছু ঝুঁকি নিতে পারেন। পুরোন লেনদেনের জটিলতার অবসান হবে। শেষ দিকে বিদেশ ভাগ্য বলবান। এ সময়ে বৈদিশিক বাণিজ্যে ধারাবাহিত উন্নতি। ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের রোজগার বাড়বে। শিক্ষা ও গবেষণামূলক কাজে অর্থ লাভ। কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): কর্মচারী ও কাজের লোকেদের সাহায্য পাবেন। হারানো দ্রব্য ফিরে পাওয়ার আশা। শারীরিক অবস্থার উন্নতি হবে। ব্যবসায়ীক কাজে মধ্যভাগে উন্নতি। নতুন ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে পারবেন। দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে। জীবন সাথীর কর্মে সাফল্য লাভের সংবাদ পাবেন। শেষ দিকে আইনগত জটিলতার জন্য অর্থ ব্যয়। পরধন প্রাপ্তির সুযোগ আসবে। শেয়ার ব্যবসায়ীদের নতুন করে বিনিয়োগ বৃদ্ধির সময়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): বিদ্যার্থীরা শুরুতেই কোনো চমক দেখাতে চলেছেন। প্রেম ভালোবাসায় সাফল্য লাভের যোগ। সন্তানের ভর্তি সংক্রান্ত জটিলতার অবসান আশা করতে পারেন। শিল্পকলার কাজে অর্থ লাভ। মধ্যভাগে কর্মক্ষেত্রে সহকর্মী বিরোধ এড়াতে হবে। এ সময়ে অনৈতিক কোনো কাজে জড়িয়ে পড়তে পারেন। নিজের গোয়ার্তূমী ত্যাগ করাই শ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে। এ সময়ে সহকর্মীদের সঙ্গে বিরোধ এড়াতে হবে। শেষ দিকে অবিবাহিতদের বিয়ের যোগ। অংশিদারী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। হারানো সম্মান ফিরে পাওয়ার সময়।
এম