সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নওগাঁর ধামইরহাটে শোক দিবসের কর্মসূচিতে গিয়ে দোকানে চা পান করতে বসেছিলেন আব্দুল মজিদ (৬২) নামে এক আওয়ামী লীগ কর্মী। কিছুক্ষণের মধ্যে সেখান থেকে একটি শোক র্যালি বের হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন।
আব্দুল মজিদ উপজেলার আড়ানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ছহির উদ্দীনের ছেলে। তিনি আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন বলেন, আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। দুপুরে নেতাকর্মীদের সঙ্গে চা পানের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, আব্দুল মজিদকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
জেবি