সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের গোপালপুরে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে (৪০) গুলি করে হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ মে) ভোর থেকে লালপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ।
নিহতের বড় ভাই আজ দুপুরে বাদী হয়ে লালপুর থানায় মামলা করেছেন বলে জানান তিনি।
গ্রেপ্তারা হলেন, লালপুরের শিবপুর খাপাড়া এলাকার মোজাফর হোসেনের ছেলে মো. লিটন (৪৫), শিবপুর কলেজপাড়া এলাকার খালেক ড্রাইভারের ছেলে মো. তমাল (২২), গোপালপুরের কেবিনপাড়া এলাকার মো. ওহাবের ছেলে মো. রবিউল (৪৪) এবং বিরুপাড়ার প্রয়াত পিয়ারের ছেলে মো. সুমন (২৮)।
নিহত মঞ্জরুল ইসলাম মঞ্জু গোপালপুরের ৭ নম্বর ওয়ার্ড নর্থ বেঙ্গল সুগার মিলের পাশে বাহাদিপু এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুরের পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
বড়াইগ্রাম-লালপুরের অতিরিক্ত পুলিশ সুপার, শরীফ আল রাজীব বলে, লালপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে নিহতের বড় ভাই মাসুদ রানা লালপুর থানায় বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে।
এর আগে ওসি নাছিম আহমেদ বলেন, গোপালপুর আজিমনগর স্টেশনের একটি কনফেকশনারীর দোকানে মঞ্জুরুল ইসলাম মঞ্জু বসে ছিলেন। এ সময় চার থেকে পাঁচজন একটি মোটরসাইকেল থেকে স্টেশনে নেমে হেঁটে এসে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর মাথায় বুকে গুলি করে পালিয়ে যায়। সরাসরি মাথায় ও বুকে গুলিতে ঘটনাস্থলেই মঞ্জুর মৃত্যু হয়।
মঞ্জুরকে পূর্ব বিরোধের জেরে এবং রাজনৈতিক ষড়যন্ত্র থেকে হত্যা করা হয়েছে বলে জানান, ওই পুলিশ কর্মকতা।
জেবি