সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা একটি খাবারের হোটেলসহ অন্তত ২৫টি দোকান গুড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
বুধবার (৮ মে) দুপুরে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মাহে আলমের নেতৃত্বে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান এবং মো. জালাল উদ্দীন এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক সালমা জাহান খুকি।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন জানান, মহাখালী বাস টার্মিনালের সীমানায় অবৈধভাবে দীর্ঘদিন ধরে এই দোকানগুলো চলে আসছিল। একাধিকবার নোটিশ করা হলেও তারা সেখান থেকে সরে যায়নি।
তিনি আরও বলেন, মেয়রের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে গড়ে তোলা এসব দোকান উচ্ছেদ করা হয়েছে। ফলে এখন বাস টার্মিনালে সহজেই বাসগুলো পার্কিং করতে পারবে। এই উচ্ছেদের কারণে সড়কে এলোমেলোভাবে বাস রাখা বন্ধ হবে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।
ডিপি/