সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশজুড়ে গত এক সপ্তাহের বেশি সময় ধরে বইছে তাপদাহ। ফলে ইট-পাথরে গড়া রাজধানীর প্রতিটি সড়ক যেন অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। এ অবস্থায় তাপ কমিয়ে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে ঢাকার বিভিন্ন সড়কে দুটি স্প্রে ক্যানন দিয়ে দৈনিক ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান বলেন, তাপদাহ কিছুটা কমাতে ডিএনসিসির আওতায় ১০টি অঞ্চলে দুটি স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটানো হচ্ছে। একটি স্প্রে ক্যানন গাবতলী থেকে পানি ছিটানো শুরু করে গণভবন, কারওয়ান বাজার হয়ে কাকলী গিয়ে শেষ হয়। আরেকটি স্প্রে ক্যানন উত্তরা থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে কাকলী এসে শেষ হয়।
তিনি বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা পানি ছিটানোর হয়। এ কাজে দুটি স্প্রে ক্যাননের সঙ্গে ১০টি ব্রাউজার ব্যবহার করা হয়। এতে করে দৈনিক প্রায় চার লাখ লিটার পানি ছিটানো সম্ভব হয়।
পিয়াল হাসান আরও বলেন, স্প্রে ক্যানন সাধারণত শীতকালে সড়ক ও গাছপালায় জমে থাকা ধুলোবালি সরানোর কাজে ব্যবহার করা হয়। এখন তাপমাত্রা বেশি হওয়ায় ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে পানি ছিটানোর কাজে ব্যবহার করা হচ্ছে। ছুটির দিনগুলোতেও পানি ছিটানো হচ্ছে।
ডিপি/