সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর বগুড়ায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) দিনগত রাত পৌনে ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসানের নেতৃত্বে শহরের সাতমাথায় অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
এর আগে বগুড়া সদর থানা পুলিশের একটি দল শহর এলাকায় বসা ভ্রাম্যমাণ খাবার দোকানসহ ফুটপাতে বসা সবরকম দোকানপাট বন্ধ করে দেয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, বগুড়া শহরের সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়ন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে কঠোরভাবে দমন করা হবে।
হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মারা যান সাঈদী।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে ৮টি প্রমাণিত হয়।
এরপর ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায় ঘোষণার পর তখন বগুড়ায় তাণ্ডব চালায় জামায়াত-শিবির নেতাকর্মীরা। বগুড়ার বিভিন্ন উপজেলায় পুলিশের থানা, ফাঁড়িসহ সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে বগুড়ায় তখন অন্তত সাতজনের প্রাণহানি হয়েছিল।
জেবি