সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ মোহাম্মদ সোহেল নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়।
ওই যাত্রীর কাছ থেকে ইউএস ডলার, ইউরো, আমিরাতের দিরহাম, সৌদি রিয়াল এবং ওমানি রিয়ালসহ ৪৬ হাজার ৭৮৭ মার্কিন ডলার মূল্যমানের সমপরিমাণ মুদ্রা জব্দ করা হয়। আটক সোহেলের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জিপি ক্যাপ্টেন তাসলিম আহমেদ। তিনি বলেন, রাত ৯টায় এয়ার অ্যারাবিয়ার ‘জি৯৫২৩’ ফ্লাইটে শারজাহ যাওয়ার কথা ছিল আটক যাত্রীর।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক যাত্রী সোহেলের কাছ থেকে আট হাজার ৩৫০ ইউএস ডলার (প্রতি ডলার ১০৮ দশমিক ৫০ টাকা দরে ৯ লাখ ৫ হাজার ৯৭৫ টাকা, ২০০ ইউরো (প্রতি ইউরো ১২০ টাকা দরে ২৪ হাজার টাকা), ১ লাখ ৩৬ হাজার ৮৫০ ইউএই দিরহাম (প্রতি দিরহাম ২৯ টাকা দরে ৩৯ লাখ ৬৮ হাজার ৬৫০টাকা), ৪০০ সৌদি রিয়াল (প্রতি সৌদি রিয়াল ২৭ দশমিক ৪০ টাকা দরে ১০ হাজার ৯৬০ টাকা) এবং ৬১৮ ওমানি রিয়াল (প্রতি ওমানি রিয়াল ২৭০ টাকা দরে ১ লাখ ৬৬ হাজার ৮৬০ টাকা) উদ্ধার করা হয়।
আটক যাত্রীর বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় মুদ্রা পাচারসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কাস্টমস গোয়েন্দারা।
জেবি