সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালীর সেনবাগে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক তরুণী (২৩)।
বৃহস্পতিবার (১০ আগস্ট) ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় ধর্ষণ মামলা করেছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী শুক্রবার (১১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, ওই তরুণীর স্বামী বিদেশ থাকেন। এ কারণে তিনি বাবার বাড়িতেই থাকতেন। গত বছর ১৫ ডিসেম্বর তার মা বাড়িতে ছিলেন না। বাড়ি ফাঁকা থাকায় তাকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন তার বাবা। ঘটনার পর থেকে তার বাবা বিষয়টি নিয়ে মুখ না খুলতে তাকে চাপ দেন এবং ভয়ভীতি দেখান। ওই তরুণী জানান, তার বাবা বিকৃত মানসিকতার। তিনি তার দ্রুত গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি চান।
ওসি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, আজ সকালে তরুণীকে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে। তবে তার বাবা পলাতক রয়েছেন।
জেবি