সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদারীপুরে ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি করায় একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে সদর উপজেলার মস্তফাপুর বাজার এলাকায় পদ্মা সুপার আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসটিআইএ’র অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে আইসক্রিম। এমন অভিযোগের ভিত্তিতে পদ্মা সুপার আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিভিন্ন রঙ ও কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম প্রস্তুত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণ ব্যবহারের মাধ্যমে তৈরি হচ্ছিল এসব আইসক্রিম। প্রতিষ্ঠানটির কোনো বিএসটিআইএ’র অনুমোদন ছিল না। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে তাদের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
আরএ