সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালীর গলাচিপার উলানিয়া বাজারে ট্রলার চালু দিতে গিয়ে গলার মাফলার মেশিনের হুইলে পেঁচিয়ে যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মিরাজ (২২)। মিরাজ উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিমহাওলা গ্রামের আমির হাওলাদারের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মিরাজের মৃতদেহ উদ্ধার করেছে।
গলাচিপা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারে বরফ নিতে ট্রলার নিয়ে মিরাজ ও তার সহকর্মীরা ঘাটে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে বরফ নিয়ে মেশিন চালু দিতে যায় মিরাজ। মেশিন চালু দেওয়ার সময় তার গলার মাফলার মেশিনের হুইলের সঙ্গে পেঁচিয়ে ঘটনাস্থলেই দেহ থেকে মাথ বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থা দেখে পাশের লোকজন মিরাজকে উদ্ধারের আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, মেশিন চালু দিতে গিয়ে মিরাজারে মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অ