সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে এক কেজি ১৬৪ গ্রাম ওজনের দশটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। যার বর্তমান বাজার মূল্য ১ ২৮ লাখ টাকা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দামুড়হুদা নাস্তিপুর গ্রাম থেকে এই স্বর্ণের বার উদ্ধার করে। এ সময় পাচারকারী পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপির একটি টহল দল নাস্তিপুর গ্রামের একটি আম বাগানে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি ব্যাগ হাতে করে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। বিজিবি টহল দল ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে হাতে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগের ভেতর থেকে খাকি রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি পোটলা উদ্ধার করে। দশটি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ১ কেজি ১৬৪ গ্রাম। উদ্ধার স্বর্ণের বারের বাজার মূল্য এক কোটি ২৮ লাখ টাকা।
তিনি আরো জানান, এ ঘটনায় দর্শনা থানায় বারাদী বিওপির হাবিলদার খন্দকার ওবাইদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হয়।
এফএইচ