সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খালিদ হাসান ফেরদৌস (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার গোডাউন মোড় এলাকার কেন্দ্রীয় কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত খালিদ হাসান ফেরদৌস জাজিরা পৌরসভার আক্কেল মাহমুদ মুন্সী কান্দি গ্রামের মফিজ খার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত খালিদ হাসান ফেরদৌস পেশায় একজন মোটর মেকানিক। সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাড়ি থেকে জাজিরা পুরাতন বাজারে যাওয়ার সময় কেন্দ্রীয় কবরস্থানের সামনে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, গোডাউন মোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছে। এ ঘটনায় অভিযোগ না পেলে অপমৃত্যু মামলা হবে।
অ