সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদারীপুরের কালকিনি উপজেলার নুর জেনারেল হাসপাতালে জরায়ুর টিউমারে ভুল অস্ত্রোপচারের ফলে জীবন-মরণ সন্ধিক্ষণে রয়েছেন এক নারী। আর এতে ওই নারীর স্বজনরা দোষীদের বিচারের দাবিতে শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে ভিড় করে ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে উন্নত চিকিৎসার দাবিও জানান তারা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের দুর্গাবদ্দি গ্রামের রিপন বেপারীর স্ত্রী মিনা বেগমের জরায়ুতে টিউমার ধরা পড়ে। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে নুর জেনারেল হাসপাতালে আসেন। তখন হাসপাতালে ইমরান খান নামে এক চিকিৎসক অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করানোর আশ্বাসে ২০ হাজার টাকা দাবি করেন। কথামতো টাকা দিয়ে অস্ত্রোপচারের জন্য রাজি হন।
পরে রাত ৯টার দিকে ওই নারীর জরায়ুতে টিউমারের অস্ত্রোপচারের চেষ্টা করেন। কিন্তু টিউমারটি বড় আকারের হওয়ায় চিকিৎসক অপূর্ব মল্লিক অস্ত্রোপচারের মাঝপথে অপারগতা প্রকাশ করেন। এতে বিপাকে পড়েন ওই নারী। পরে ক্ষতস্থানে সেলাই দিয়ে তড়িঘড়ি করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রের্ফাড করেন। কিন্তু ততক্ষণে ওই নারী জীবন-মরণ সন্ধিক্ষণে চলে যায়। এ ঘটনার পরে চিকিৎসক ইমরান ও অর্পূব মল্লিক পালিয়েছেন।
আজ (শনিবার) দুপুরে ওই মহিলার স্বজনরা হাসপাতালে ভিড় করে বিক্ষোভ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার আশ্বাস দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অ